for Add

এক নজরে বিশ্বকাপের সব দল

64786নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেছে বিশ্বকাপের মহাযজ্ঞ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৪টি দল। দুই গ্র“পে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে তারা। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল।

এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে অংশগ্রহণকারী দলগুলো। এবার দেখে নেওয়া যাক, এক নজওে বিশ্বকাপের ১৪ টি অংশগ্রহণকারী দেশের ১৫ সদস্যেল দলের তালিকা-

64682

আফগানিস্তান

মোহাম্মদ নবি (অধিনায়ক), নওরোজ মোগল, আজগর স্ট্যানিকজাই, সলিমুল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নাইব, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলত জাদরান, আফতাব আলম, জাবেদ আহমেদি ও উসমান ঘানি।

64713

অস্ট্রেলিয়া

মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও হ্যাভিয়ের দোহার্তি।

64681

বাংলাদেশ 

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম।

64686

ইংল্যান্ড 

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জরডান, জো রুট, জেমস টেলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওকস।

64694

ভারত 

মহেন্দ্র ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিনি।

64691

আয়ারল্যান্ড 

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, পিটার কেইস, অ্যালেক্স কিউস্যাক, জর্জ ডকরেল, অ্যাড জয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রায়েন, জন মুনি, টিম মুরতাক, কেভিন ও ব্রায়েন, নেইল ও ব্রায়েন, পল স্টারলিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং।

64692

নিউজিল্যান্ড

ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), টেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, টম লাথাম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেগান, নাথান ম্যাককুলাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেলর।

64688

পাকিস্তান

মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হ্যারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, এহসান আদিল, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।

64693

স্কটল্যান্ড

প্রেস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েৎজার, রিচি ব্যারিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), জশুয়া ডেভি, অ্যাল্যাসডার ইভান্স, হ্যামিশ গ্যার্ডিনার, মাজিদ হক, মাইকেল লেস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাক্লাওড, সাফিয়ান শরিফ, রবার্ট টেলর ও ইয়ান ওয়ার্ডল।

64689

দক্ষিণ আফ্রিকা

এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবট, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, অ্যারন ফাসিঙ্গো, ভারনন ফিল্যান্ডার, রিলে রশু ও ডেল স্টেইন।

64687

শ্রীলংকা

অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), তিলকারত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, দিমুথ করুণারত্মে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, ধামিকা প্রাসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকে।

203409

ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কটরেল, ক্রিস গেইল, সুনীল নারিন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, লেন্ডন সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরোম টেলর।

64690

সংযুক্ত আরব আমিরাত

মোহাম্মদ তৌকির (অধিনায়ক), খুররম খান, স্বপ্নিল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, সাইমান আনোয়ার, আমজাদ আলি, নাসির আজিজ, রোহান মোস্তফা, মানজুলা গুরুজ, আন্দ্রি বেরেনজার, ফাহাদ আল হাশমি, মোহাম্মদ নাভেদ, কামরান শাহজাদ ও কৃষ্ণ করাত।

64684

জিম্বাবুয়ে

এলটন চিগম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, তেনদাই চাতারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসেকেনেরি, সোলোমন মিয়ার, তাওয়ান্দা মুপারিয়া, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস।

(সূত্র: আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ওয়েবসাইট)

সব সংবাদ

ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয় ওয়ালটন-ডিআরইউ দাবায় মোরসালিনের শিরোপা অক্ষুন্ন ফাইনালের পথে বাংলাদেশ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক বোলিং কোচ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে জিতলো বাংলাদেশ ছয় দেশের সেরা পেশাদার বক্সিং শনিবার শুরু লঙ্কার কাছে সিরিজ হারালো নারী দল পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন মেসি শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি এসি মিলানকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব ১৪ই মে শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add