for Add

বিশ্বকাপের ঝলমলে উদ্বোধন

205539.3নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেলো আনুষ্ঠানিকতা। ময়দানি লড়াইয়ের আগেই পর্দা উঠে গেলো ১১তম ক্রিকেট বিশ্বকাপের। দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে হয়ে গেলো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

চূড়ান্ত লড়াইয়ের বল মাঠে গড়াতে এখনও একদিন বাকি। ১৪ ফেব্র“য়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়ে যাবে ব্যাট-বলের জমজমাট লড়াই। ঠিক চার বছর আগে এমনিভাবে বাংলাদেশে পর্দা উন্মোচিত হয়েছিল ১০ম বিশ্বকাপের।

মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস। এরপরই শুরু হয় আতশবাজি, নাচ-গান, আর নানা রকম ডিজিটাল অ্যান্ড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির বিশালাকার এক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের লোগোর আদলেই তৈরী করা হয়েছে এই দুরনিয়ন্ত্রিত ব্যাটসম্যানের প্রতিকৃতিটিকে। ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাঁকানোসহ নানা রকম শটই খেলেছে এই ব্যাটসম্যান।

205559.3রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। ছিল অংশগ্রহনকারী প্রতিটি দেশের ওপর আলাদা আলাদা পরিবেশনা। বাংলাদেশের অংশে ছিল ‘চলো বাংলাদেশ’ গানটি নিয়ে কলাকুশলিদের অপূর্ব পরিবেশনা। এরপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির খেলা। মেলবোর্নের আকাশ যেন মুহূর্তেই আলোকিত হয়ে উঠেছিল এ সময়।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল অংশগ্রহণকারী ১৪টি দেশের ক্রিকেটাররা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। প্রতিটি দেশের মার্চ পাস্টে অংশগ্রহণ এবং অধিনায়কদের একসঙ্গে ছবি তোলাও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

205541.3মেলবোর্নেল আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউইরা আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্বকাপের। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ছিল নিউজিল্যান্ডের ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা। কিংবদন্তি সব কিউই ক্রিকেটারদের অংশগ্রহণে একটি বিশেষ ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়। সংগীত পরিবেশন করেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনসহ নানা তারকা শিল্পীরা। সঙ্গে ঝলমলে আতশবাজির খেলা তো ছিলই।

205529.3১৪ ফেব্রুয়ারি উদ্ধোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

205533.3

205537.3

205531.3

সব সংবাদ

ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়তে চান রোনালদো সিরিজ জিতলো বাংলাদেশ দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add