for Add

পাকিস্তানের সংগ্রহ মাত্র ২২২ রান

207861নিজস্ব প্রতিবেদক: দু’দফা বৃষ্টি। অকল্যান্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ ওভার করে কাটা হলো দু’দলের কাছ থেকেই। নির্ধারিত ৪৭ ওভারের পুরোটাও খেলতে পারলো না পাকিস্তান। ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল ২২২ রানে।

বরাবরের মতই অধিনায়ক মিসবাহ-উল হক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আউট হন ৫৬ রান করে। এছাড়া ওপেনার সরফরাজ আহমেদ করেন ৪৯ বলে ৪৯ রান।

মূলতঃ অকল্যান্ডের ইডেন পার্কে দু’দফা বৃষ্টির পর খেলা শুরু হলেও আর ঠিকভাবে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। প্রোটিয়া বোলার ডেল স্টেইন ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন কাইল অ্যাবট আর মরনে মর্কেল। ১টি নেন ইমরান তাহির।

শেষ পর্যন্ত ম্যাচটির ভাগ্য গড়ালো কার্টেল ওভারে। দু’দলের জন্যই নির্ধরাণ করা হলো ৪৭ ওভার করে। দু’জন মাত্র বোলার ১০ ওভার করে বল করতে পারবে। বাকিরা করবেন ৯ ওভার করে বল। আর মধ্যাহ্ন বিরতি দেওয়া হবে মাত্র ১০ মিনিটের।

207853তার আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে পাকিস্তান। অন্য যে কোন ম্যাচের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ পাকিস্তানকে মনে হচ্ছে বেশ গোছালো এবং আত্মবিশ্বাসী একটি দল। ওপেনার নাসির জামসেদের পরিবর্তে নেওয়া হয় সরফরাজ আহমেদকে। ফিট না হওয়ায় হারিস সোহেলকে বাদ দিয়ে নেওয়া হয় ইউনিস খানকে।

আহমেদ শেহজাদের সঙ্গে পাকিস্তানের ইনিংস ওপেন করতে নামেন সরফরাজ আহমেদ। দু’জনের আত্মবিশ্বাসী শুরট দেখেই মনে হচ্ছিল আজ দিনটা পাকিস্তানেরও হতে পারে। তবে নবম ওভারে কাইল অ্যাবটের বলে ডেল স্টেইনের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ।

ওয়ানডাউনে ব্যাট করতে নামেন ইউনিস খান। প্রথম দুই ম্যাচে ব্যার্থতার কারনে দল থেকে বাদ পড়ার পর পুনরায় দলে ফেরার পর ইউনিসকেও মনে হচ্ছে বেশ আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান।

তবে তাকে এক পাশে রেখে অপর পাশে বেশ মারমুখী ভুমিকায় অবতীর্ণ হন সরফরাজ আহমেদ। ডুমিনিকে এক ওভারে পর পর দুবার ছক্কাসহ তিনবার ওভার বাউন্ডারি মেরে পাকিস্তানের রানের চাকা অসাধারণভাবে বাড়িয়ে তোলেন।

কিন্তু সুখের সময় বেশিক্ষণ টেনে না মনে হয়। এ কারণেই ১৭তম ওভারে এসে ফিল্ডারের হাতে বল রেখে দ্বিতীয় রান নিতে যান সরফরাজ। কিন্তু ডেভিড মিলার আর কুইন্টন ডি ককের চেষ্টায় শেষ পর্যন্ত রান আউট হয়েই ফিরে যান তিনি। ততক্ষণে তার নামের পাশে ৪৯ বলে ৪৯ রান। ৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস।

207837দলীয় ১৩২ রানে ফিরে যান ইউনিস খানও। আউট হওয়ার আগে ৪৪ বলে খেলেন ৩৭ রানের এক ইনিংস। অকেশনাল বোলার ডি ভিলিয়ার্সের একটি ইনসুইঙ্গার রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শট কভার অঞ্চলে। ক্যাচ ধরেন রিলে রুশো।

৩২তম ওভারের শেষ বলে আউট হন শোয়েব মাকসুদ কাইল অ্যাবটের বলে তিনি ক্যাচ তুলে দেন পয়েন্ট দাঁড়ানো রিলে রুশোর হাতে। ১৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।

৩৭তম ওভারের শেষ বলে মর্কেলের বলে মিডউইকেটে খেলেন উমর আকমল। তার জোরে মারা শটটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করে নেন এবি ডি ভিলিয়ার্স।

সব সংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে : প্রধানমন্ত্রী শেখ কামাল যুব গেমসে মনন-আলোর স্বর্ণ জয় ১ তারিখ জয়ের জন্যই মাঠে নামবো: তামিম মেসি, এমবাপ্পে, বেনজেমা- কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add