for Add

দক্ষিণ আফ্রিকা ২৮১, কিউইদের লক্ষ্য ২৯৮

209349.3

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি আইনের অদ্ভুত নিয়ম। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে দু’দল থেকেই কমিয়ে আনা হল ৭ ওভার করে। ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ২৮১ রান। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে এডজাস্টেবল টার্গেট দাঁড়াল ২৯৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। দ্রুত হাশিম আমলা আর কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে প্রোটিয়াদের উদ্ধার করার প্রাথমিক কাজটি করেন ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশো। এ দু’জন ৮৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে রিলো রুশো আউট ওয়ার পরই ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস।

দীয় প্রথম ১০০ রান পূর্ণ করতে লেগেছিল ২৪.১ ওভার। পরের ১২ ওভারে হয়েছে আরও ১০০ রান। অথ্যাৎ ৩৬.১ ওভারেই ২০০ রান। শেষ পর্যন্ত বৃষ্টি আসার আগে ৩৮ ওভারে প্রোটিয়াদের রান গিয়ে দাঁড়াল ৩ উইকেটে ২১ তে।

209337তবে প্রায় দেড় ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে ততক্ষণে ওভার কমিয়ে আনা হয়েছে দু’দলের জন্য ৭টি করে। অথ্যাৎ ৪৩ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে দু’দল। প্রোটিয়ারা ব্যাট করার সুযোগ পেলো মাত্র ৫ ওভার। তবে এই ৫ ওভারেই ৬৫ রান তুলল ডি ভিলিয়ার্সের দল।

খেলা শুরুর পরই আউট হন ডু প্লেসিস। এরপর মাঠে নামেন ডেভিড মিলার। নেমেই ঝড় তোলেন ১৮ বলে ৪৯ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ২৮১।

টস জিতে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওভারেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইনফর্ম ওপেনার হাশিম আমলা। ১৪ বলে ২টি বাউন্ডারিতে মাত্র ১০ রান করে ফিরে গেলেন আমলা।

ট্রেন্ট বোল্ডের দুর্দর্ষ বোলিং, কখনও ইনসুইঙ্গার, কখনও আউটসুইঙ্গার দিয়ে রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরদের। হাশিম আমলাকে বোল্ড করার পর তুলে নিলেন আরেক ওপেনার কুইন্টন ডি করের উইকেটও। অষ্টম ওভারের পঞ্চম বলেই বোল্ট শট খেলতে প্রলুব্ধ করেন ডি কককে। তার ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলটি বাউন্ডারি লাইনে বাতালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হয়নি টিম সাউদিকে।

দ্রুত দুই উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারে মন্থর গতির ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশোর মত বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিজে থাকার পরও রান উঠছে না স্কোর বোর্ডে। তবে ধীরে ধীরে দু’জন চেষ্টা করছেন একটি জুটি গড়ে 209335তোলার।

তবে ৮৩ রানের জুটি গড়ার পর কোরি এন্ডারসনের তোপের মুখে উইকেট দিতে বাধ্য হলেন রিলে রুশো। ভেঙে যায় গুরুত্বপূর্ণ একটি জুটি। ব্যাকওয়ার্ড পয়েন্টে রুশোর ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন মার্টিন গাপটিল।

রিলে রুশের আউট যেন প্রোটিয়াদের জন্য শাপে বর হয়েই দেখা দিয়েছে। কারণ, উইকেটে নেমে রীতিমত ঝড় বইয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। সঙ্গে জ্বলে উঠেছে ডু প্লেসিসের ব্যাটও। যেখানে প্রথম দলীয় রান ১০০ রান পূর্ণ করতেই ২৪.১ ওভার লেগেছিল, সেখানে ২০০ রান পূর্ণ হয়েছে ৩৬.১ ওভারে। অথ্যাৎ পরের ১০০ রান পূর্ণ হতে লেগেছে মাত্র ১২ ওভার।

১০.২ ওভারে ইতিমধ্যে ৮৮ রানের জুটি গড়েছেন ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস জুটি। তবে খেলা ৩৮ ওভার হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২১৬। ফ্যাফ ডু প্লেসিস ৮২ রান এবং ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৬০ রান নিয়ে।

সব সংবাদ

ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়তে চান রোনালদো সিরিজ জিতলো বাংলাদেশ দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add