for Add

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

209413নিজস্ব প্রতিবেদক: একের পর এক ক্যাচ মিস। অসংখ্য সহজ রানআউট মিস। এমনই মহা নাটকীয়তা। দক্ষিণ আফ্রিকার মত দলের যাচ্ছেতাই ফিল্ডিংয়ের ফলেই শেষ পর্যন্ত বিশ্বকাপে প্রথমবারেরমত ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে প্রোটিয়াদের তারা হারিয়ে দিল ৪ উইকেটে।

বিশ্বের সেরা ফিল্ডিং শক্তি দক্ষিণ আফ্রিকার। সেই দলটিই কি না অকল্যান্ডে এত বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী করলো। শুরু থেকে ক্যাচ মিসের মহড়া। প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সই ৩৩ রানে থাকা কোরি এন্ডারসনকে সহজ রান আউটটি করতে পারলেন না। তার অমার্জনীয় ভুলের খেসারতই শেষ পর্যন্ত দিতে হলো দক্ষিণ আফ্রিকাকে। সেই এন্ডারসন পরে আউট হন ৫৮ রানে।

তবুও কথা ছিল যদি পরের সুযোগগুলো কাজে লাগানো যায়। এরপর অন্ততঃ ৪বার জীবন পেলেন গ্র্যান্ট ইলিয়ট। সেই ইলিয়টই শেষ করে দিলেন দক্ষিণ আফ্রিকাকে এবং শেষ পর্যন্ত ৭৩ বলে ৮৪ রান করে জিতিয়ে দিল নিউজিল্যান্ডকে।

সর্বশেষ সবচেয়ে বড় ভুলটি ৪২তম ওভারের শেষ বলে। মরকেলের বলে ইলিয়ট ক্যাচ তুলেছিলেন। বাউন্ডারি লাইনে ফারহান বেহার্ডিয়েন ক্যাচটি ধরেই পেলেছিলেন প্রায়। কিন্তু জেপি ডুমিনি এসে ধাক্কা দিয়ে ক্যাচটি ফেলে দিলেন হাত থেকে। এমনই নানা ঘটনায় ম্যাচটি হাত থেকে ফেলে দিল প্রোটিয়ারা। আবারও তারা প্রমান করলো তারা যে কত বড় চোকার্স।

লক্ষ্য ৪৩ ওভারে ২৯৮। বিশালই বলা চলে। কিন্তু কিভাবে এই লক্ষ্য তাড়া করতে হয় সেটা যেন খুব ভালোভাবেই জানেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই স্টেইন-ফিল্যান্ডারদের পরিণত করেছেন গলির বোলারে।

209415একের পর এক বল আছড়ে ফেলছেন বাউন্ডারির বাইরে। মাত্র ৫ ওভারেই স্কোর বোর্ডে দলীয় রান তুলে ফেলেছেন ৭১। উইকেট হারায়নি একটিও। এরই মধ্যে ২২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন কিউই অধিনায়ক। তবে ষষ্ঠ ওভারে এসে রান চেক দেন ইমরান তাহির। ঝড়ের মধ্যে মেডেন নেন তিনি। সপ্তম ওভারে এসে প্রথম বলেই ম্যাককালামের উইকেট তুলে নেন মরনে মর্কেল। তার ক্যাচটি ধরেন ডেল স্টেইন।

কিউই অধিনায়কের উইকেট নিয়ে কেবল থামেননি, ইনফর্ম ব্যাটসম্যান কেনে উইলিয়ামসনকেও বোল্ড করে দিলেন মর্র্কেল। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরলেন উইলিয়ামসন। পর পর দুই উইকেট পড়ে গেলেও কিউইদের প্রত্যাশার পারদ একটুও কমেনি। কারণ, তখনও উইকেটে মার্টিন গাপটিল। যিনি কি না কোয়ার্টার ফাইনালে একাই করেছিলেন অপরাজিত ২৩৭ রান। অসাধারণ এই ইনিংসটি যদি আবারও খেলা যায় তাহলে তো জয় নিশ্চিত।

গাপটিল চেষ্টাও করছিলেন। ধীরে সুস্থে রস টেলরকে নিয়ে একটি জুটি গড়ার লক্ষ্যে ব্যাট করে যাচ্ছিলেন তিনি। ৩৮ বলে ৩৪ রান এসে গেছে তার ব্যাট থেকে। কিন্তু পয়েন্টে টেলে দিয়েই দ্রুত একটি রান নিতে যান রস টেলর। তাতে টেলরের কোন ক্ষতি না হলেও উইকেট পড়েছে গাপটিলের। ক্রিজে পৌঁছার আগেই আমলার থ্রোতে তার স্ট্যাম্প ভেঙে দিলেন কুইন্টন ডি কক। সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গেলো নিউজিল্যান্ডেরও।

নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছে বলা যায়। গ্র্যান্ট ইলিয়টকে নিয়ে রস টেলরের চেষ্টা ছিল একটি কার্যকরি জুটি গড়ার জন্য। কিন্তু প্রোটিয়া স্পিনার জেপি ডুমিনির ঘুর্ণিতে পারলেন না টিকে থাকতে। ২১ রানের জুটি গড়ার পর ব্যাক্তিগত ৩০ রানে থাকতেই ২২তম ওভারের ৪র্থ বলে গ্লাভসে বল লাগিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ডি ককের হাতে। পড়লো চতুর্থ উইকেট।

পঞ্চম উইকেট জুটিগে গ্র্যান্ট ইলিয়ট আর কোরি এন্ডারসন মিলে নিউজিল্যান্ডকে নিয়ে যাচ্ছিলেন স্বপ্ন সম্ভবের সীমানায়। দু’জন মিলে গড়েন ১০৩ রানের জুটি। দলকেও নিয়ে আসেন জয়ের একেবারে কাছাকাছি। একই সঙ্গে দু’জন হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন। এরই ফাঁকে গ্র্যান্ট ইলিয়টকে রান আউট করার সুযোগ পেয়ে উত্তেজনা বশতই সেটা নষ্ট করেন ডি ভিলিয়ার্স।

তবে ৩৮তম ওভারের শেষ বলে মরনে মর্কেলকে খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন কোরি এন্ডারসন। ৫৭ বলে ৫৮ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফ্যাফ ডু প্লেসিস বলা যায় একেবারে মাটিতে শুয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করে নেন।

সব সংবাদ

ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাকিব এম বি সাইফের মাতা আর নেই আইসিসির মাস সেরার দৌঁড়ে বাংলাদেশের শান্ত অসুস্থ মহসিনের পাশে কাজী সালাউদ্দিন স্পেশাল অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশ ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add