for Add

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

13773নিজস্ব প্রতিবেদক: অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনাল খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা।বর্ষাকাল নয় এটা৷‌ খেলা হয়েছিল ৪৩ ওভারের। এবার সিডনিতে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার ম্যাচটিও পড়েছে বৃষ্টি শঙ্কার মধ্যে।

কারণ, মঙ্গলবার সিডনির আকাশে ছিল কালো মেঘ৷‌ সঙ্গে বৃষ্টি৷‌ সকাল থেকে সন্ধ্যা পর্যম্ত আকাশের এই অবস্থা৷‌ যদি বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় সেমিফাইনাল? তাহলে, রিজার্ভ ডে রাখা আছে একদিন। খেলা হবে শুক্রবার৷‌

যদি শুক্রবারও ভেসে যায়? খেলা শুরু করার মতো অবস্হাই তৈরি হল না, তখন? না, টসের মাধ্যমে নয়৷‌ ভারতকেই ফাইনালে তুলে দেওয়া হবে৷‌ কারণ, সেমিফাইনালে ওঠার পথে, টিম ইন্ডিয়া একটি ম্যাচেও হারেনি৷‌ সেখানে অস্ট্রেলিয়া হেরেছিল একটি ম্যাচে৷‌ গ্রুপ লিগে নিউজিল্যান্ডের কাছে৷‌

মঙ্গলবার সকালেও উইকেট তৈরির কাজ চলেছে৷‌ তবে সিডনির উইকেটে‌ ঘাসের ‘ঘা’ও নেই৷‌ যা ভারতকেই পরোক্ষ সুবিধা দেবে৷‌ অথ্যাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষেও আইসিসিকে পকেটে পুরে নিল ভারত।

মঙ্গলবার দিনভর বৃষ্টিতে ভারতীয় ক্রিকেটাররা থাকলেন হোটেলেই৷‌ গত ২ দিন ধরে, সিডনি হারবার ব্রিজের অদূরে, সকালে একা হোটেল থেকে বেরিয়ে বিরাট কোহলি যোগাভ্যাস করতে যাচ্ছেন৷‌ মনঃসংযোগ বাড়াতে সাহায্য করতে পারে এই একা একা, সকালে সময় কাটানোর ব্যাপারটা৷‌ এই দু’দিন হোটেলে অবশ্য তিনি একা থাকছেন না৷‌ বান্ধবী অনুষ্কা শর্মা পৌঁছে গেছেন তার কাছে৷‌

for Add