for Add

ওবামার সঙ্গে বোল্টের সাক্ষাৎ

boltobamaনিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের পর নিজেই ট্যুইটারে ছবি পোস্ট করেন বোল্ট।

টু্ইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাতের ভঙ্গিতে বন্দুক তাক করার মত করে বোল্টের সেই বিখ্যাত উদযাপনটি অনুকরণ করার চেষ্টা করছেন ওবামাও। সাথে বোল্টও ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ছবি তোলাকে নিজের জীবনের শ্রেষ্ট সম্মান বলে বর্ণনা করেন বোল্ট। তিনি বলেন, ‘কিভাবে আমি বোঝাবো যে, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ সত্যি সত্যি কত বড় সম্মানের!’

মে মাসের প্রথম সপ্তাহে বাহামার নাসাউতে অনুষ্ঠিতব্য আইএএএফ/বিটিসি ওয়ার্ল্ড মিটে অংশ নেবেন উসাইন বোল্ট। জ্যামাইকান জাতীয় দলের হয়েই মূলত আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বজ্রদানব। মে মাসের ২ এবং ৩ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই প্রতিযোগিতাটি।

for Add