for Add

পাকিস্তানকে ৩৩০ রানের টার্গেট দিল বাংলাদেশ

210935.3নিজস্ব প্রতিবেদক: তামিম ইকবাল আর মুশফিকুর রহিম- এই দু’জনের জোড়া সেঞ্চুরিদে পাকিস্তানের সামনে ৬ উইকেটে ৩২৯ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলেন তামিম ইকবাল। সৌম্য সরকারকে নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। ২০ রান করে আউট হয়ে যান সৌম্য। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৯ রানের জুটি ভেঙে গেলে মুশফিককে নিয়ে ম্যাচ বের করে আনেন তামিম।

তৃতীয় উইকেট জুটিতে তামিম আর মুশফিক বাংলাদেশের হয়ে যে কোন উইকেট জুটিতে রেকর্ড গড়েন। ১৭৮ রান করে বিচ্ছিন হন দু’জন। তার আগে টপকে যান ২০০৬ সালে ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে হাবিবুল বাশার সুমন আর রাজিন সালেহের চতুর্থ উইকেট জুটিতে ১৭৫ রানের রেকর্ড।

৭৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ১১২ বলে ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি তুলে নেন তামিম। ২০১৩ সালের মার্চে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই ড্যাশিং ওপেনার। এরপর মিরপুরে পেলেন তিন অংকের দেখা। শেষ পর্যন্ত ১৩৫ বলে ১৩২ রান করে আউট হন তামিম। ১৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

Tamimতামিমের পর সেঞ্চুরি উপহার দেন মুশফিকুর রহিমও। বিশ্বকাপের ধারাবাহিক পারফরম্যান্স তিনি টেনে আনেন মিরপুরেও। ৪২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ৬৯ বলে পেলেন ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা। ১৩টি বাউন্ডারি আর ২৬টি ছক্কার সাহায্যে তিন অংকের ঘরে পৌঁছান মুশফিক। শেষ পর্যন্ত ৭৭ বলে ১০৬ রান করে আউট হন মুশফিক।

শেষ দিকে ব্যাট করতে নেমে সাব্বির রহমান আর সাকিব আল হাসান ঝড় তোলার চেষ্টা করেন। ২৭ বলে ৩১ রান করে আউট হয়ে যান সাকিব আল হাসান আর ৭ বলে ১৫ রান করেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৩২৯ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: বাংলাদেশ: ৩২৯/৬, ৫০ ওভার (তামিম ১৩২, মুশফিক ১০৬, সাকিব ৩১, সৌম্য ২০, সাব্বির ১৫, মাহমুদুল্লাহ ৫, নাসির ৩*; ওয়াহাব রিয়াজ ৪/৫৯, রাহাত আলি ১/৫৬)। টস: বাংলাদেশ।210923

সব সংবাদ

ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add