for Add
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১১:৪৪:২০
নিজস্ব প্রতিবেদক : আক্রমন-পাল্টা আক্রমন ছিল। গোলের সুযোগও পেয়েছিল দুই দল। কিন্তু আর্সেনাল কিংবা লিভারপুল কোনো দলই খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। তাই গোলশূন্য ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচটি। ইনজুরিতে লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা। দুইজনই এ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। তাতে ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরেমিনো প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।
এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিক আর্সেনাল। এ মাঠে সর্বশেষ ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় লিভারপুল। তাই অল রেডসদের জন্য ম্যাচটি ছিল বেশ চ্যালেঞ্জিং। খেলা শুরুর তিন মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর শট ক্রসবারে না লাগলে এগিয়ে যেতে পারত ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। লিভারপুলের মতো সুযোগ বঞ্চিত হয়েছে স্বাগতিক আর্সেনালও। দারুণ শটে জালে বল জড়িয়ে ছিলেন আর্সেনালের অ্যারন রামসে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়েছে। তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে।
For add
For add
For add
For add
for Add