for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

যুবায়েরের অলরাউন্ড নৈপুন্যে আবাহনীর জয়

Tamim1462019084ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে ব্রাদার্সে ইউনিয়নের বিপক্ষে উত্তেজনাপুর্ন ম্যাচে জয় পেয়েছে আবাহনী লি.। গোপীবাগের দলটিকে তারা হারিয়েছে দুই উইকেটে। তিন ম্যাচে এটা আবাহনীর দ্বিতীয় জয়। অন্যদিকে ব্রাদার্সের দ্বিতীয় হার।

আজ (শনিবার) বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস এবং ইমরুল কায়েসের ৭৬ রানের ওপেনিং জুটিতে চমৎকার শুরু পায় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু লেগ স্পিনার জুবায়ের হোসেন খুব দ্রুত ৩টি উইকেট তুলে নিলে একপর্যায়ে ৩২ ওভারে তাদের রান দাঁড়ায় ৬ উকেটে ১৪৯ রান। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে নূর আলম আর সাদিকুর রহমানের ৬৭ রানের জুটিতে আবাহনীর রান দুইশ’র কোটা পার হয়। শেষপর্যন্ত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ইকেটে ২৪৮ রান। সর্বোচ্চ রান ইমরুল কায়েসের, ৮২ বলে ৬৯। এছাড়াও শাহরিয়ার নাফীস ৩৫, নূর আলম ৪৪ এবং সাদিকুর ৩৮ রানে অপরাজিত থাকেন। যুবায়ের নেন ৪ উইকেট।

জবাবে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় আবাহনী। ৪২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ৪৭ রান তোলেন উদয় কাউল ও নাজমুল হোসেন শান্ত। মাঝখানে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে ছিলেন মোসাদ্দেক হোসেন। তার সমর্থনে আবুল হাসানের ২৩ এবং ও সাকলাইন সজীবের হার না মানা ২০ রানের ইনিংস দুটো আবাহনীকে জয়ের দারপ্রান্তে নিয়ে যান। শেষদিকে ১ ছয় ও ১ চারে ‘ব্যাটসম্যান’ যুবায়েরের ১০ বলে ১৯ রানের ক্যামিওতে ম্যাচ জেতে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান উদয় কাউলের, মোসাদ্দেক করেছেন ৪৭ রান। ব্রাদার্সের পক্ষে দুই উইকেট করে নিয়েছেন তুষার ইমরান এবং নূর আলম।

ম্যাচ সেরা হয়েছেন জুবায়ের হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৪৪/৯ (শাহরিয়ার ৩৫, ইমরুল ৬৯, তুষার ২০, রুমান ৩, উইলিয়ামস ১৭, জাকির ১, নূর আলম ৩৯, সাদিকুর ৩৮*, আসিফ ৩, শহিদ ০, সঞ্জিত ১২*; জুবায়ের ৪/৪৪, তাসকিন ২/৪৫, মোসাদ্দেক ১/২২, নাজমুল ১/৩০)

আবাহনী: ৪৯.৫ ওভারে ২৪৮/৮ (তামিম ৫, অভিষেক ১৮, লিটন ১৫, উদয় ৫৯, নাজমুল ২৩, মোসাদ্দেক ৪৭, হাসান ২৩, সাকলাইন ২০*, তাসকিন ৮, জুবায়ের ১৯*; তুষার ২/৩৯, নুর আলম  ২/২৯, উইলিয়ামস ১/২২, সঞ্জিত ১/৩৭, সাদিকুর ১/৫০)

ফল: আবাহনী দুই উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: জুবায়ের হোসেন।

সব সংবাদ

লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add