for Add

জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ

akhi-shooter
ঢাকার গুলশানের বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) চলছে সপ্তম সুজকি জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। আজ (বৃস্পতিবার) পুরুষদের জুনিয়র ও সিনিয়র বিভাগের পিস্তল ইভেন্টের খেলা সম্পন্ন হয়। জুনিয়র ও সিনিয়র বিভাগে ৬ পদকধারীই আর্মি শুটিং এ্যাসোসিয়েশনের! জুনিয়র বিভাগে আনোয়ার হোসেন স্বর্ণ, ফিরোজ হাওলাদার রৌপ্য ও সাব্বির আলামিন তাম্র; সিনিয়র বিভাগে শেখ শাহাদাত আহমেদ স্বর্ণ, শাকিল আহমেদ রৌপ্য এবং মহেন্দ্র কুমার সিংহ তাম্রপদক লাভ করেন।

for Add