for Add

জমেনি মোহামেডান-আবাহনী ম্যাচ !

upul-tharanga.jpg-2
ড্রেসিং রুমে ফিরে লিটন দাশের হয়তো প্যাড জোড়াও খোলা হয়নি, এক বলের ব্যবধানে আউট অভিষেক মিত্র। এর আগে দলীয় ৫ রানে তামিম ইকবাল আউটের পর লিটন দাস ফিরেছেন স্কোর বোর্ডে আর মাত্র ১০ রান যোগ হতে। মোহামেডান-আবাহনী ম্যাচ। ঐতিহ্যের দায় মেটাতে হলেও ম্যাচের এমন পরিস্থিতিতে এক শিবিরের উল্লাশের ঢেউ আচড়ে পড়ার কথা চারিদিকে। কিন্তু কোথায় কি! সকাল ৯ টায় শুরু মিরপুরের ম্যাচে যে তখন খাঁ খাঁ গ্যালারি।
সময় গড়ানোর সাথে সাথে দর্শক কিছুটা বেড়েছে, তবে তা হাতে গোনার সীমাকে অতিক্রম করতে পারেনি। বারুদে উত্তেজনা বলতে যা বোঝায় ম্যাচের গায়েও লাগেনি তার ছিটে ফোটা। ১৫ রানেই আবাহনীর তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রনটা যে নিজেদের মুঠোয় নিয়েছিলেন মোহামেডান খেলোয়াড়রা, একটুর জন্যও প্রতিপক্ষকে আর খেলায়ই ফিরতে দেয়নি। ৩৭ বল বাকি থাকতে মুশফিকুর রহিমের দল ৮ উইকেটের অতি আয়েশি এক জয় তুলে নিয়েছে তাতে।

msc-cricket
দিন শেষে একদল হাসবে আর একদল জয় নিয়ে ফিরবে-খেলাধুলায় এটাই স্বাভাবিক। কিন্তু মোহামেডান-আবাহনী ম্যাচে এর সঙ্গে অন্য কিছু তো চাই! ঢাকার ক্রিকেটে এমন ম্যাচ যে এখন হারানো অতীত তা আরও একবার প্রমাণিত হলো আজ (বৃহস্পতিবার)।

তবে মোহামেডান ইনিংসে তাসকিন আহমেদের বলে সৈকত আলীর বিপক্ষে ক্যাচের দাবিতে আবাহনীর গুটি কয়েক সমর্থক যেভাবে ক্ষোভে ফেটে পড়লেন তাতে জীবনের মধ্যগগনে থাকা কারও মনে হতেই পারে ফিরে বুঝি এলো সেই হারানো দিন। আম্পায়ার আবেদনে সারা দেননি, তবে ইনজুরির কারনে তখনই অবসর (রিটায়ার্ড হার্ড) নিয়ে ড্রেসিং রুমে ফিরলেন সৈকত। তাতে আবাহনী দর্শকদের গলা গেল আরও চড়ে। সৈকত আউট মেনে নিয়ে নিজে নিজে ফিরে এসেছেন, এমনটা ধরে নিয়েছেন আবাহনী দর্শকরা। মোহামেডানের রান তখন বিনা উইকেটে ১৯।

দু‘দলের ম্যাচে এমন ঘটনাই উত্তেজনার বড় উপলক্ষের জন্য যথেষ্ট। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানের বিপক্ষে চাইলে উত্তেজনার চুলোয় বাড়তি জ্বালানি জোগাতে পারতেন আকাশি-নীল বোলাররা। তবে উপুল থারাঙ্গা আর ইজাজ আহমেদ তাদের সেই সুযোগ দিলে তো। একপেশে ম্যাচকে আরও একপেশে বানিয়ে দিলেন এই জুটি। ইজাজা দলীয় ৯৭ রানে ব্যাক্তিগত ৪২ রান করে ফিরে গেলে থারাঙ্গার সঙ্গে জুটি বাধেন নাইম (২৫)। তাসকিন-জোবায়েরদের বেদনায় নীল করে এই দুই ব্যাটসম্যান খেলা শেষে ফিরলেন হাসতে হাসতে।

কিন্ত দর্শকরা কি মনে শতভাগ খুশি নিয়ে ফিরতে পেরেছেন? মোহামেডান-আবাহনীর পাড় সমর্থকের মনেও যে এমন একপেশে ম্যাচে আফসোস থেকে যায়।

সব সংবাদ

বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add