for Add

ঢাকা প্রিমিয়ার লিগ

রিজার্ভ ডেতে শেখ জামাল-গাজীর ম্যাচ

Gazi-Sharifমিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল এবং গাজী গ্রুপের মধ্যকার ম্যাচে আজ (বুধরাব) সব আলো কেড়ে নিয়েছিলেন গাজী গ্রুপের পেসার মেহাম্মদ শরিফ। জাতীয় দলের সাবেক এই তারকা এবারের প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক তলে নেন। তবে জয় কিংবা পরাজয় কোন ফল জানা হয়নি তাঁর বা তাদের। মিরপুরে দুই দলের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডেতে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়েছিল গাজী গ্রুপ। প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জয়রাজ শেখ (২৮) ও আব্দুল্লাহ আল মামুন (৬৯) তুলেন ৬২ রান। ২৯ ওভারে ৩ উইকেটে ১২০ করার পর বৃষ্টি হানা দিলে ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। শেখ জামাল তুলে ৯ উইকেটে ১৬৮।

তবে বৃষ্টির পর নায়ক শুধুই মোহাম্মদ শরীফ। প্রথম ৫ ওভারে ৩২ রান দিয়েছিলেন। ফিরে এসেই তুলেন হ্যাটট্রিক। মাহমুদইল্লাহ, জাবিদ, নাসমুস সাদাদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরন করেন তিনি। উইকেট পেয়েছেন হ্যাটট্রিক করার পরের বলেও। তবে সেটি ছিল রান আউট। তাঁর ওমন বোলিংয়েই ৩ উইকেটে ১৪৯ থেকে ৭ উইকেটে ১৪৯-এ পরিণত হয় শেখ জামাল। শেষ পর্যন্ত ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রানে থামে ধানমন্ডির দলটির ইনিংস। আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৬৯ এবং মাহমুদ উল্লাহ ৩০ রান করেন।

বৃষ্টি আইনে গাজী গ্রুপের টার্গেট দাড়ায় ৩৮ ওভারে ১৯৬। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ তুলার পর বৃষ্টি হানা দেয়। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। জয়ের জন্য গাজী গ্রুপের এখনও পয়োজন ১১৩ রান। হাতে আছে ৭ উইকেট ও ২১.৫ ওভার। উইকেটে আছেন এনামুল হক (৩৬) ও অলক কাপালী (১৪)।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।

গাজী গ্রুপ: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৪*; শফিউল ০/২২, ০/২৬, সানি ২/১৩, ওয়াহিদুল ১/৮, মাহমুদউল্লাহ ০/১২)।

ফল: ম্যাচ রিজার্ভ ডেতে

সব সংবাদ

নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হার বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের বিআইপি ফেলোশীপ লাভ অর্ধডজন গোলে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা! এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল আগামীকাল শুরু জয়ে সমতায় ফেরালো বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add