রাসেলকে সেমিতে তুললেন এমিল
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুন ২০১৬, শনিবার, ২০:৪৯:২৪
প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে বিদায় করেছে আরামবাগ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগের দিনের ওই অঘটনের কথা মনে করিয়ে দিচ্ছিল রহমতগঞ্জ। ১০১ মিনিট পর্যন্ত মারুফুল হকের দলের নাভিশ্বাস তুলেছিল কামাল বাবুর দল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি শক্তিতে কাগজ-কলমে পিছিয়ে থাকা দল রহমতগঞ্জ। ১০২ মিনিটে বিতর্কিত এক গোলে ফেডারেশন কাপ ফুটবলর শেষ চারে উঠে যায় ব্লুজরা। আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে রাসেলের জয়সূচক গোলটি করেছেন ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল। ৯০ মিনিট গোলশূন্য থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১০২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে শেখ রাসেল। জামাল ভুঁইয়ার কাছ থেকে লম্বা থ্রু পাস পেয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন ক্যামেরুন ফরোয়ার্ড পল এমিল। আগুয়ান গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমের পাশ দিয়ে প্লেসিং শটে পল বল জড়িয়ে দেন জালে । রহমতগঞ্জের খেলোয়াড়-কোচ-কর্মকর্তা সবাই গোলটি অফসাইড হয়েছে বলে রেফারি জালাল উদ্দিনের কাছে তীব্র আপত্তি জানান। কিন্তু রেফারি এটি গোল বলে তার সিদ্ধান্তে অটল থাকলে রহমতগঞ্জ খেলতে অস্বীকৃতি জানায়। এজন্য মিনিট সাতেকের মতো খেলা বন্ধ থাকে। বাকি সময়টায় রহমতগঞ্জ আপ্রাণ চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি।
Rent for add