নারী বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক হংকং
নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০১৬, মঙ্গলবার, ১৮:২৪:৫৭
২০১৬ নারী বিশ্বকাপের এশিয়া অংশের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে হংকংয়ে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি আজ (মঙ্গলবারা) চূড়ান্ত করেছে আইসিসি। ৯ অক্টোবর শুরু এই প্রতিযোগিতায় খেলবে নেপাল, চীন, থাইল্যান্ড এবং হংকং। রাউন্ড রবিন পদ্ধতিতে বাছাইপর্বটি অনুষ্ঠিত হবে।
এই বাছাই পর্বের বিজয়ীরা ২০১৭ নারী বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।
Rent for add