for Add

অলিম্পিক গেমস শ্যুটিং

বাকির ইভেন্টে স্বর্ণ নিক্কোলো কামপ্রিয়ানির

nicolo
শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন ইতালির নিক্কোলো কামপ্রিয়ানি। অলিম্পিক রেকর্ডসহ তার স্কোর ২০৬.১। রৌপ্য জেতা ইউক্রেইনের কুলিশের স্কোর ২০৪.৬ এবং তাম্র জেতা রাশিয়ার ভ্লাদিমির মাসলেনিকভের স্কোর ১৮৪.২। এ ইভেন্টে বাংলাদেশি শ্যুটার আবদুল্লাহ হেল বাকি বাছাই পর্বে ৬২১.২ স্কোর গড়ে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছেন। শ্যুটিংয়ের এ স্বর্ণ জয়ের পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো  ইতালি।

for Add