for Add

অলিম্পিক গেমস ২০১৬

বাকীর দুঃখ প্রকাশ

Bakiবিদেশে গড়া নিজের সেরা স্কোর (৬২৪.৮) ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে অলিম্পিকে পাড়ি জমিয়েছিলেন আবদুল্লাহ হেল বাকী। কিন্তু সেই লক্ষ্যে সফল হতে পারেননি ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেসমে রৌপ্য জয়ী শ্যুটার। গতকাল (সোমবার) ১০ মিটার এয়ার রাইফেলে ৬২১.২ স্কোর গড়ে ৫০ জনের মধ্যে ২৫তম হন তিনি। লক্ষ্য পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন এই শ্যুটার।

নিজের ফেসবুজ পেজে দুঃখ প্রকাশ করে বাকী শুধু একটি শব্দই লিখেছেন- ‘সরি’। আজ (বুধবার) আরও একটি পোস্টে নিজের ছয়টি সিরিজের স্কোর উল্লেখ করে বাকী লিখেছেন, ‘প্রয়োজন অনেক বেশি কঠোর পরিশ্রম’।

for Add