for Add

ফ্রান্স থেকে আরিফ সুখবর দিলেন, আমার করোনা নেগেটিভ

e0f294d23fbdabe1f5daeaa4a3edb82e-5ee78ff2aabc7বাংলাদেশ নৌবাহিনীর কৃতি সাঁতারু আরিফুল ইসলাম উন্নত প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ফ্রান্সে অবস্থান করছেন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সেখানে অনেক দিন তাদের ট্রেনিং বন্ধ ছিল। তবে ফ্রান্সে করোনার প্রভাব কমে যাওয়ায় ফের অনুশীলন শুরু হয়েছে। কিন্ত এরিমধ্যে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।

জ্বরের সঙ্গে ছিল শরীর ব্যথা, বমি ও কাশি। এসব উপসর্গের পর আরিফ ৪ জুন করোনা পরীক্ষা করতে নমুনা দেন। তবে করোনা টেস্টের রেজাল্ট পেয়েছেন ১৫ জুন।

ফ্রান্স থেকে আরিফ জানান, আমার করোনা নেগেটিভ। তাই এখন থেকে আবার অনুশীলন শুরু করবো। আল্লাহর অশেষ মেহেরবাণীতে করোনা হয়নি। তবে এখন আরো সাবধানে থাকতে হবে আমাকে।

for Add