for Add

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়লেন মোমিনুল

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও গাজী গ্রুপ চট্টগ্রামের মোমিনুল হক হাতের আঙ্গুলের চোটে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়লেন।

জেমকন খুলনার বিপক্ষে শনিবার ম্যাচে ডান হাতের আঙ্গুলে চোট পান মোমিনুল। ফলে রোববার দলের অনুশীলনে দেখা যায়নি তাকে। এরপর নিজের ইনজুরি নিয়ে মোমিনুল বলেন, ‘ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। তাই এবারের আসরে আর খেলতে পারবো না।’

গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার থাকায় এবারের আসর থেকে ছিটকে গেছেন মোমিনুল। এ ধরনের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগে। তাই এবারের আসরে তার আর খেলা হবে না।’

for Add