for Add

মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আগামী মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে যাচ্ছে নারী ক্রিকেট দল।

আগামী ২৮ মার্চ ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা নারী দল। ঢাকায় বিমানবন্দর থেকেই অভ্যন্তরীণ ফ্লাইটে করে সিলেট যাবে তারা। কারণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ।

সিলেটে পৌঁছানোর পর প্রথম করোনা পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা নারী দলের। সেখানে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা। তৃতীয় দিন কোভিড পরীক্ষায় সবার নেগেটিভ আসলে অনুশীলন শুরু করতে নামবে সফরকারীরা।

তিন অনুশীলনের পর ৪ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। পরের চারটি ওয়ানডে হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।

১৩ এপ্রিল পঞ্চম ও শেষ ওয়ানডের আগের দিন তৃতীয় ও শেষবারের মত করোনা পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা নারী দলের।

সিরিজ শেষে ১৪ এপ্রিল ঢাকা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিবে দক্ষিণ আফ্রিকা নারী দল। বাসস।

for Add