for Add

সাঁতারের দ্বিতীয় দিনে আরো তিন রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারের দ্বিতীয় দিনে রোববার রেকর্ড গড়লেন নৌবাহিনীর তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, আসিফ রেজা ও সোনিয়া খাতুন। ৫০ মিটারের আগে সাঁতারের প্রথম দিন ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন সোনিয়া খাতুন।

এ নিয়ে দুই দিনে সাঁতারে ৬ রেকর্ড হলো। প্রথমদিন ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ, নারী ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া খাতুন ও পুরুষ ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ রেকর্ড গড়েন।

মাহফিজুর রহমান সাগর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া খাতুন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন।

স্বর্ণ জয়ের পথে ২০১৬ সালে গড়া নিজের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন পাবনা থেকে উঠে আসা মাহফিজুর রহমান সাগর। রোববার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে তার টাইমিং ছিল ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ড। ২০১৬ সালে তার রেকর্ড টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড।

এ ইভেন্টে রৌপ্য জিতেছেন সাগরের নৌবাহিনী সতীর্থ আসিফ রেজা। তার টাইমিং ছিল ২ মিনিট ০.৮২ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর ফয়সাল আহমেদের টাইমিং ২ মিনিট ২.৪৬ সেকেন্ড।

৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা সময় নিয়েছেন ২৩.৩২ সেকেন্ড। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ২০১৯ সালে কুষ্টিয়ার এ সাঁতারুরই গড়া, ২৩.৮৫ সেকেন্ডের। ২৩.৯২ সেকেন্ড এ ইভেন্টে রৌপ্য জিতেছেন মাহফিজুর রহমান। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ সেনাবাহিনীর সিফাত উল্লাহর টাইমিং ছিল ২৪.৪০ সেকেন্ড।

৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের পথে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নেন ৩০.৬৩ সেকেন্ড। ২০১৬ সালে আগের রেকর্ড ছিল নাজমা খাতুনের, ৩১.১৭ সেকেন্ডের। নৌবাহিনীর সোনিয়া আক্তার ৩১.২০ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে রৌপ্য জিতেছেন। সেনাবাহিনীর ফাতেমা আক্তার ৩১.৮২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

নারী ২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা আহমেদ ২ মিনিট ২৩.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ী তার নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পার টাইমিং ছিল ২ মিনিট ২৪.০১ সেকেন্ড। ২ মিনিট ৩৪.৪৭ সেকেন্ডে ইভেন্ট শেষ করা সেনাবাহিনীর শারমিন সুলতানা ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদের ১ মিনিট ১.৩৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ১ মিনিট ৩.১৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন নৌবাহিনীর মামুনুর রশীদ। ব্রোঞ্জ জয়ী নৌবাহিনীর নূরে আলমের টাইমিং ১ মিনিট ৩.২৮।

২০০ মিটারের পর ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন উদীয়মান যুথি আক্তার। নৌবাহিনীর এ সাঁতারু ১ মিনিট ১৪.২০ সেকেন্ড সময় নিয়েছেন। রৌপ্য জয়ী সেনাবাহিনীর নাঈমা আক্তার সময় নিয়েছেন ১ মিনিট ১৫.৪৮ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সুরাইয়া আক্তার সময় নিয়েছেন ১ মিনিট ১৭.৭১ সেকেন্ড।

আসিফ রেজার মতো রেকর্ড গড়তে না পারলেও নারী ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। ২৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। নৌবাহিনীর আরেক সাঁতারু জুনাইনা আহমেদ ৩০.৩৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী বিকেএসপির রুপা খাতুনের টাইমিং ছিল ৩১.৮৪ সেকেন্ড।

৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ। এ জন্য তার সময় লেগেছে ২৬.০২ সেকেন্ড। সেনাবাহিনীর জামরুল মিয়া ২৬.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। নৌবাহিনীর অনিক ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২৬.৫৭ সেকেন্ড সময় নিয়ে।

৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে নারী ও পুরুষ দুই বিভাগে সোনা জিতেছে নৌবাহিনী। নারী ইভেন্টে লিমা আক্তার, সোনিয়া খাতুন, সুরাইয়া আক্তার ও সোনিয়া আক্তার টুম্পা স্বর্ণ জয়ের পথে সময় নেন ১০ মিনিট ১০.৪৩ সেকেন্ড।

শারমিন সুলতানা, সবুরা খাতুন, চামেলি আক্তার ও নাঈমা আক্তারকে নিয়ে গড়া সেনাবাহিনী ১০ মিনিট ৩৪.১৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে। ১০ মিনিট ৪৮.৭১ সেকেন্ডে ইভেন্ট শেষ করে ব্রোঞ্জ পায় বিকেএসপি।

পুরুষ ইভেন্ট মাহফিজুর রহমান সাগর, কাজল মিয়া, আসিফ রেজা ও পলাশ চৌধুরীকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নেয় ৮ মিনিট ১৬.৬০ সেকেন্ড। রৌপ্য জয়ের পথে সিফাত উল্লাহ, জুয়েল আহমেদ, শাহিন আলম ও ফয়সাল আহমেদকে নিয়ে গড়া সেনাবাহিনী দল ৮ মিনিট ৪৩.৭২ সেকেন্ড সময় নেয়। ৯ মিনিট ৪৩.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছে ভাটি বাংলা সুইমিং ক্লাব।

ডাইভিং ১ মিটার স্প্রিং বোর্ড ইভেন্টে ২৪৩ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসিন। রৌপ্য জয়ী বিকেএসপির মোহাম্মদ ইমন হোসেনের স্কোর ২৩১.৪৫। নৌবাহিনীর অনিক ইসলাম ব্রোঞ্জ জয়ের পথে ২২৮.৭৫ স্কোর গড়েন।

সব সংবাদ

ফিফা র‌্যাংকিং ফিরে পেল নারী ফুটবল দল নেপালে তিনজাতির নারী টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ : কিরণ দেশে ফিরে যাচ্ছেন স্টোকস, সোমবার অস্ত্রোপাচার ইউরোপার সেমিতে রোমার প্রতিপক্ষ ম্যানইউ স্লাভিয়াকে হারিয়ে ইউরোপা লিগের সেমিতে আর্সেনাল টিকা প্রয়োগে অ্যাথলেটদের অগ্রাধিকার দেবে অস্ট্রেলিয়া হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত আকরাম অনুশীলনের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে বাড়তি নজর দারুণ খুশি মোস্তাফিজ অবশেষে বিধ্বংসী মোস্তাফিজ, রাজস্থানের রোমাঞ্চকর জয় গৌরবের লক্ষ্য এসএ গেমসে স্বর্ণ ইউরোয় সমর্থক প্রবেশের অনুমতি ঝুলিয়ে রেখেছে মিউনিখ মেয়র সাকিব প্রশংসায় হার্শা ভোগলে এএফসি কাপে ভেন্যু জটিলতায় আবাহনী-ঈগলসের ম্যাচ করোনা পজিটিভ হয়ে মেদভেদেভের নাম প্রত্যাহার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইনআপ রিয়াল মাদ্রিদের বাসে লিভারপুল সমর্থকদের হামলা লঙ্কায় কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে বাংলাদেশ আইপিএলে তিরস্কৃত কোহলি লিভারপুলের সঙ্গে ড্র করে শেষ চারে রিয়াল প্রথমবার সেমিফাইনালে ম্যানসিটি আবারও থ্রিলার জয় কোহলির ব্যাঙ্গালুরুর মোস্তাফিজদের দুঃসংবাদ দিলেন বেন স্টোকস বিধ্বংসী বাবর আজম, প্রোটিয়াদের হারিয়েছে পাকিস্তান ৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার মাহে রামাদানে সাকিব-তামিমদের শুভেচ্ছা কোহলিকে হটিয়ে শীর্ষে বাবর হেরেও সেমিতে পিএসজি সাত বছর পর সেমিফাইনালে চেলসি সাকিবদের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ স্টোকসের আইপিএল শেষ কলকাতার জার্সিতে সাকিবের হাফ-সেঞ্চুরি মুম্বাইর ১৫২ রানও করতে পারল না কেকেআর! গ্যারি কাসপারভ-এর আজ জন্মদিন স্যার রিচার্ড হ্যাডলি পুরষ্কার জিতলেন উইলিয়ামসন রিয়ালকে টপকে বিশ্বের ধনী ফুটবল ক্লাবের শীর্ষে বার্সেলোনা আইপিএলে ছক্কার মাইলফলকে গেইল হালান্ডকে দলে রাখতে চায় ডর্টমুন্ড টিকে থাকার স্বপ্ন ধরে রাখল ওয়েস্ট ব্রুম সাঞ্জুর মহাকাব্যিক লড়াই ব্যর্থ করে থ্রিলার জয় পাঞ্জাবের আইপিএলে ৩৫০ ছক্কার রেকর্ড গেইলের কঠিন পরীক্ষা দিতে শ্রীলঙ্কায় পৌঁছাল বাংলাদেশ দল পাকিস্তানকে সহজেই হারাল প্রোটিয়ারা রাহুল-হুদার বিস্ফোরক ব্যাটিং’য়ে রানের পাহাড়ে পাঞ্জাব রোলা গাঁরোর প্রস্তুতি নিচ্ছেন নাদাল ড্র করেও ফের শীর্ষে অ্যাথলেটিকো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শিরোপার দিকে এগিয়ে গেল ইন্টার চার্টার্ড ফ্লাইটে লঙ্কা গেল ক্রিকেট দল

For add

For add

Imprtant link

For add

For add

for Add