for Add

শান্ত’র সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ

লংগার ভার্সনে নাজমুল হোসেন শান্ত’র প্রথম সেঞ্চুরি ও ওপেনার তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান করেছে বাংলাদেশ। শান্ত ১২৬ রানে অপরাজিত থাকলেও ৯০ রানে থামেন তামিম। শান্ত’র সাথে ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক মোমিনুল হক।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করেন ৩ টেস্ট খেলা সাইফ হাসান।

পেসবান্ধব উইকেটে দলকে ভাল সূচনা এনে দিতে পারেননি সাইফ। দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেন তিনি। লঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোর আউট হওয়ার আগে ৬ বল খেলে রানের খাতা ভুলতে পারেননি সাইফ।

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে দলকে সেই চাপ অনুভব করতে দেননি তামিম। লঙ্কান বোলারদের উপর আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। এতে প্রথম সেশনেই ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তামিমের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১০৬ রান।

বিরতির পর নিজের ইনিংসটি বড় করছিলেন তামিম। সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট মেজাজে খেলে অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। তাই রান তোলার কাজটা সাবলীলভাবেই করছিলেন তামিম। এমন অবস্থায় ১০ম সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।
কিন্তু দুভার্গ্য তামিমের, দুভার্গ্য বাংলাদেশের। ব্যক্তিগত ৯০ রানে আউট হন তামিম। বিশ্ব ফার্নান্ডোর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৫টি চারে ১০১ বল খেলে ৯০ রান করেন তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-শান্ত ২২৫ বলে ১৪৪ রান যোগ করেন।

তামিমের বিদায়ের পর অধিনায়ক মোমিনুল হককে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন শান্ত। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। শান্ত ৭৮ ও অধিনায়ক মোমিনুল ২১ রানে অপরাজিত ছিলেন।

শেষ সেশনে ধরে খেলায় মনোযোগী হন শান্ত ও মোমিনুল। দু’জনেই ছিলেন টেস্ট মেজাজে। তাই এ জুটি ভাঙ্গতে বার-বার বোলিং আক্রমণে পরিবর্তন আনেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্মে। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারছিলেন না কোন বোলারই।

সপ্তম ম্যাচে এসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান শান্ত। বাংলাদেশের ইনিংসের ৭৪তম ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়া ডি সিলভাকে এক্সট্রা-কভার দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ২৩৫তম বলে তিন অংকে পা দেন শান্ত।

শান্ত’র সেঞ্চুরির পর ৭৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল। এজন্য ১১৭টি বল খেলেন তিনি।

শান্ত’র সেঞ্চুরি ও মোমিনুলের হাফ-সেঞ্চুরির উপর ভর করেই দিন শেষ করার স্বপ্ন ছিল বাংলাদেশের। দলের সেই আশা পূরণ করেন শান্ত ও মোমিনুল। দলের স্কোর ৩শ পার করে অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছেন তারা। তৃতীয় উইকেটে ৩১১ বলে ১৫০ রান যোগ করেন তারা।

২৮৮ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন শান্ত। আর ১৫০ বল মোকাবেলা করে ৬টি বাউন্ডারি মারেন মোমিনুল।

বাংলাদেশের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন লঙ্কার ফার্নান্দো। এজন্য ৬১ রান দিয়েছেন তিনি।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস :
তামিম ইকবাল ক থিরিমান্নে ব ফার্নান্দো ৯০
সাইফ হাসান এলবিডব্লু ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১২৬
মোমিনুল হক অপরাজিত ৬৪
অতিরিক্ত (বা-৪, লে বা-৬, নো-৫, ও-৭) ২২
মোট (৯০ ওভার, ২ উইকেট) ৩০২
উইকেট পতন : ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম)।
শ্রীলংকা বোলিং :
সুরাঙ্গা লাকমল : ১৮-৭-৫৫-০ (নো-৩),
বিশ্ব ফার্নান্দো : ১৭-১-৬১-২,
লাহিরু কুমারা : ১৯-২-৬৩-০ (ও-৩),
অ্যাঞ্জেলো ম্যাথুজ : ৫-১-৮-০,
ধনাঞ্জয়া ডি সিলভা : ১৬-১-৭১-০ (নো-২),
হাসারাঙ্গা ডি সিলভা : ১৫-১-৩৪-০।

সব সংবাদ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হার বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের বিআইপি ফেলোশীপ লাভ অর্ধডজন গোলে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা! এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল আগামীকাল শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add