for Add
বাসস : ১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ২২:৪৩:৩২
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এ নিয়ে দ্বি-মুকুট জিতল দলটি। এর আগে চার দিনের ফরম্যাটের শিরোপাও জিতেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট্রাল জোন ৬ উইকেটে হারিয়েছে বিসিবি সাউথ জোনকে। চার দিনের ফরম্যাটেও সাউথ জোনকে হারিয়ে শিরোপা জিতেছিল সেন্টাল জোন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চারটি দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে স্বাধীনতা কাপ আয়োজন করে বিসিবি।
ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করতে নামে সেন্ট্রাল জোন। ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় সাউথ জোন। সেন্ট্রাল জোনের বোলারদের তোপে ১৬৩ রানেই গুটিয়ে যায় সাউথ জোন।
সাউথ জোনের পক্ষে উপরের সারির তিন ব্যাটার বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও ৪০ রানের ঘরে পৌঁছাতে পারেননি তারা। দুই ওপেনার পিনাক ঘোষ ৩৫ ও এনামুল হক ২০ রান করেন। তিন নম্বরে নামা অমিত হাসান ২৯ রানে ফিরেন।
আগের ম্যাচের হিরো তৌহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি। তবে রানের দেখা পেয়েও বেশি দূর যেতে পারেননি অধিনায়ক জাকির হাসান ও নাহিদুল ইসলাম। জাকির ১৪ ও নাহিদুল ৩১ রানে আউট হন। শেষ পর্যন্ত ৪৮ দশমিক ৫ ওভার ব্যাট করে অলআউট হয় সাউথ জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক-নাজমুল ইসলাম-সৌম্য সরকার-মৃত্যুঞ্জয় ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।
জবাবে দলকে ১২ ওভারে ৬৫ রানের শুরু এনে দেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মিজানুর ৩৯ ও সৌম্য ২১ রানে আউট হন।
দুই ওপেনারের পর মিডল-অর্ডারে দুই ব্যাটার আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন দ্রুত থামেন। এতে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সাউথ জোন। মাজিদ ১ ও মিঠুন ৪ রান করেন। সেন্ট্রাল জোনের পতন হওয়া ৪ উইকেটের তিনটিই নেন স্পিনার নাসুম আহমেদ।
১৯তম ওভারের মধ্যে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক ও আল আমিন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে সেন্ট্রাল জোনের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক ও আল-আমিন। তখনও ৪৫ বল বাকী ছিল।
মোসাদ্দেক ৩৩ রানে ও আল-আমিন ৫৩ রানে অপরাজিত থাকেন। মোসাদ্দেক ৮৫ বল খেলে ২টি চার মারেন। আর আমিনের ৬৯ বলের ইনিংসে ৬টি চার ছিল। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন সেন্ট্রাল জোনের মোসাদ্দেক।
For add
For add
For add
For add
for Add