for Add

ফিটনেসের উপর নির্ভর করছে সাকিবের চট্টগ্রাম টেস্ট খেলা : পাপন

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফিটনেসের উপর নির্ভর করবে প্রথম টেস্টে সাকিবের অংশ নেয়া। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পরিবারের সাথে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।

তবে করোনায় আক্রান্ত হবার তিন দিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে কতটা ফিট সাকিব।

সাকিবের ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, ‘গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘তার সাথে কথা হয়েছে, নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। তবে এখানে বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে সে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু একদিন অনুশীলনের সুযোগ পাবে। যদি এখন ও আসতে পারতো তবে অনুশীলন সেশনে যোগ দিতে পারতো।’

শুক্রবার সন্ধ্যায় দলের সাথে যোগ দিবেন সাকিব দিবেন- এটিই বলেছেন পাপন। তিনি বলেন, ‘সন্ধ্যা সাতটার ফ্লাইটে আসবে শুনেছি। তবে সবচেয়ে বড় কথা হলো, সে যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ হয়েছে, এতেই আমরা সবাই খুশি। এখন যত তাড়াতাড়ি দলে ঢুুকতে পারবে, খেলতে পারবে আমরা সেই দোয়াই করছি।’

দলের সাথে যুক্ত হলেই সাকিব খেলবে কি-না সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর। পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘এখানে খেলা যদি ওয়ানডে টি-টোয়েন্টি হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোন বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগোবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।’

তবে সাকিব যদি খেলতে চায়, তবে তাতে না করবে করার কোন সুযোগ নেই বলে জানান পাপন। সাবিকের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি, ‘সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে। তার ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে।’

দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন সাকিব।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিল সাকিব।

সব সংবাদ

লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add