for Add

বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিচ্ছে শ্রীলংকা

২৪ রানে ৫ উইকেট পতনের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ইনিংসের সুবাদে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে দিন শেষে ২ উইকেটে ১৪৩ রান করেছে শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২২২ রানে পিছিয়ে লংকানরা।

লিটন ১৪১ রানে আউট হলেও, মুশফিক অপরাজিত ১৭৫ রান করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  ম্যাচের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান করেছিলো বাংলাদেশ। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত ছিলেন।

সাবধানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিক ও লিটন। তবে দিনের অষ্টম ওভারে লিটনকে আউট করে শ্রীলংকাকে দারুন সূচনা এনে দেন পেসার কাসুন রাজিথা। ৯৩তম ওভারের প্রথম বলটি ভেতরের দিকে ঢুকছিলো, তখন ব্যাট পেতে দেন লিটন। বল তার ব্যাটে চুমু খেয়ে দ্বিতীয় স্লিপে মেন্ডিসের হাতে জমা পড়ে। ফলে শেষ হয় লিটনের ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৪১ রানের ইনিংসটি। ২৪৬ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লিটন।

সেই সাথে ৫১৩ বলে ২৭২ রানে শেষ হয় মুশফিক-লিটনের জুটি। শ্রীলংকার বিপক্ষে যেকোন উইকেটে এটি ট্টাগিারদের  সর্বোচ্চ রানের জুটি। আর বাংলাদেশের ইতিহাসে জুটিতে তৃতীয় সর্বোচ্চ। ২৪ রানে ৫ উইকেট পতনের পর জুটি গড়েছিলো মুশফিক-লিটন।

লিটনকে ফিরিয়েই ক্ষান্ত হননি রাজিথা। একই  ওভারের চতুর্থ ডেলিভারিতে ৩২ মাস পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেনকেও বিদায় দেন রাজিথা। রাজিথার আউট সুইংয়ের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩ বল খেলে রানের খাতা খুলতে  না পারা  মোসাদ্দেক। ৩ মোসাদ্দেককে শিকার করে ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন রাজিথা।\

দলীয় ২৯৬ রানেই ষষ্ঠ ও সপ্তম উইকেট পতনের পর চিন্তায় পড়ে বাংলাদেশ। তারপরও তাইজুলকে নিয়ে দলের স্কোর ৩শ পার করেন মুশফিক। এরপর রানের গতি বাড়ান তিনি। এতে ২৯১ বলেই টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত দেড়শ রান স্পর্শ করেন মুশফিক। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বার। এর আগের চারটি দেড়শর মধ্যে তিনটিতেই ডাবল-সেঞ্চুরি করেছিলেন মুশফিক। তাই আজও একটি ডাবল-সেঞ্চুরির প্রত্যাশায় ছিলো বাংলাদেশ।

তবে মুশফিকের দেড়শ রানের পর ফিরতে হয় তাইজুলকে। পেসার আসিথা ফার্নান্দোর বাউন্সার সামলাতে না পেরে, উইকেটের পেছনে ক্যাচ দেন ২টি চারে ৩৭ বলে ১৫ রান করা তাইজুল।

দশ নম্বরে নামা খালেদ আহমেদ ২ বলের বেশি খেলতে পারেননি। আসিথার চতুর্থ শিকার হন তিনি।

দলীয় ৩৪৯ রানে নবম উইকেট পতন ঘটে বাংলাদেশের। ফলে প্রথম সেশনের মধ্যাহ্ন-বিরতির আগে গুটিয়ে যাবার শংকায় পড়ে টাইগাররা। কিন্তু সেটি হতে দেননি মুশফিক। শেষ ব্যাটার এবাদত হোসেনকে নিয়েই মধ্যাহ্ন-বিরতিতে যান মুশফিক। তখন বাংলাদেশের রান ৯ উইকেটে ৩৬১ রান।

তবে বিরতির পর ২০ বলের মাথায় পতন হয় বাংলাদেশের শেষ উইকেটের। মুশফিকের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন এবাদত। ৩৬৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রানের খাতাই খুলতে পারেননি এবাদত। বাংলাদেশের ইনিংসে মোট ছয় ব্যাটার খালি হাতে আউট হলেন।

সতীর্থ বিদায় নিলে এক প্রান্ত আগলে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৩৫৫ বল খেলে ২১টি চার মারেন তিনি।

শ্রীলংকার রাজিথা ৬৪ রানে ৫টি ও আসিথা ৯৩ রানে ৪টি উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস শেষে ব্যাট করতে নামে শ্রীলংকা। বাংলাদেশ বোলারদের বিপক্ষে দারুন ব্যাট করেন লংকান দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারতেœ। ৯৫ রানের জুটি গড়েন তারা।

অবশ্য প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন ওশাদা। লেগ বিফোর আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। 

১৫তম ও নিজের দ্বিতীয় ওভারে ওশাদাকে লেগ বিফোর ফাঁেদ ফেলেছিলেন আউট করেছিলেন স্পিনার তাইজুল। কিন্তু এবার আম্পায়ারস কলের কারনে রক্ষা পান ওশাদা।
ব্যক্তিগত ৪৩ রানে ওশাদাকে জীবন দেন সাকিব। উইকেট ছেড়ে খেলে সাকিবের বলে তাকেই ক্যাচ দিয়েছিলেন ওশাদা। বলটি হাতের মধ্যে রাখতে পারেননি সাকিব। পরে সাকিবকে ছক্কা মেরেই হাফ-সেঞ্চুরিতে পা রাখেন ওশাদা।

তিনবার জীবন পাওয়া ওশাদাকে ৫৭ রানে আউট করেন এবাদত। অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে শান্তকে ক্যাচ দেন ওশাদা। ৮টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে বড় ইনিংস খেলতে পারেননি কুশল মেন্ডিস। দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে  ১১ রান করা মেন্ডিসকে লেগ বিফোর আউট করেন সাকিব। 

এরপর নাইটওয়াচম্যান রাজিথাকে নিয়ে দিনের খেলা শেষ করেন করুনারতেœ। টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি তুলে ৭০ রানে অপরাজিত তিনি। শুন্য হাতে অপরাজিত রাজিথা। বাংলাদেশের এবাদত ৩১ রানে ও সাকিব ১৯ রানে ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস
(আগের দিন ২৭৭/৫, ৮৫ ওভার, মুশফিক ১১৫*, লিটন ১৩৫*)
মাহমুদুল হাসান জয় বোল্ড ব রাজিথা ০
তামিম ইকবাল ক জয়াবিক্রমা ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত বোল্ড ব রাজিথা ৮
মোমিনুল হক ক ডিকবেলা ব ফার্নান্দো ৯
মুশফিকুর রহিম অপরাজিত ১৭৫
সাকিব আল হাসান এলবিডব্লু ব রাজিথা ০
লিটন দাস ক মেন্ডিস ব রাজিথা ১৪১
মোসাদ্দেক ক ডিকবেলা ব রাজিথা ০
তাইজুল ক ডিকবেলা ব আসিথা ১৫
খালেদ ক ডিকবেলা ব আসিথা ০
এবাদত রান আউট (করুনারতেœ/রাজিথা) ০
অতিরিক্ত (বা-৯, লে বা-৩, নো-২, ও-৩) ১৭
মোট (অলআউট, ১১৬.২ ওভার) ৩৬৫
উইকেট পতন : ১/০ (জয়), ২/৬ (তামিম), ৩/১৬ (মোমিনুল), ৪/২৪ (শান্ত), ৫/২৪ (সাকিব), ৬/২৯৬ (লিটন), ৭/২৯৬ (মোসাদ্দেক), ৮/৩৪৫ (তাইজুল), ৯/৩৪৯ (খালেদ), ১০/৩৬৫ (এবাদত)।
শ্রীলংকা বোলিং :
রাজিথা : ২৮.২-৭-৬৪-৩ (নো-১),
আসিথা : ২৬-৩-৯৩-২ (ও-২),
জয়াবিক্রমা : ৩৮-৯-১০৮-০ (ও-১),
রমেশ : ১৪-০-৫৩-০,
ধনাঞ্জয়া : ৬-০-২৭-০ (নো-১),
করুনারতেœ : ৪-১-৮-০।

শ্রীলংকা প্রথম ইনিংস :
ওশাদা ক শান্ত ব এবাদত ৫৭
করুনারতেœ অপরাজিত ৭০
মেন্ডিস এলবিডব্লু ব সাকিব ১১
রাজিথা অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-৩, নো-২) ৫
মোট (২ উইকেট, ৪৬ ওভার) ১৪৩
উইকেট পতন : ১/৯৫ (ওশাদা), ২/১৩৯ (মেন্ডিস)।
বাংলাদেশ বোলিং :
খালেদ : ৯-১-২৭-০ (নো-১),
এবাদত : ৯-০-৩১-১,
সাকিব : ৯-৩-১৯-১,
মোসাদ্দেক : ২-০-১৪-০,
তাইজুল : ১৭-১-৪৯-০ (নো-১),

সব সংবাদ

আত্মঘাতী গোলে বাংলাদেশের হার দিয়ে এশিয়াড শুরু মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক প্রিয় দল জাপানের বিপক্ষে খেলবেন বলে রোমাঞ্চিত সাবিনা শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ সোমবার ভিয়েতনাম যাচ্ছে নারী ফুটবল দল ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক শুক্রবার থেকে জাতীয় টিম ব্রিজ শুরু ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের আত্মবিশ্বাসী টাইগারদের দৃষ্টি জয় দিয়ে সুপার ফোর শুরু স্কুল হ্যান্ডবলে শিরোপা জিতলো সানিডেইল ও ভিকারুননিসা আফগানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকিতে বাংলাদেশ পঞ্চম একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে হার দিয়ে শুরু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে জামাল বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপের পর্দা উঠছে বুধবার শিরোপায় চোখ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় : তাসকিন অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন জামাল ভূঁইয়া এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল সাকিবের রহস্যময় স্ট্যাটাস এশিয়াডে খেলবেন না জামাল, বিকল্প চেয়েছে বাফুফে ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসর নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক এবাদতের পরিবর্তে এশিয়া কাপে সাকিব আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা ক্রিকেটারদের জানা উচিত কখন থামতে হবে : সুজন নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার! বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব মিরপুরের ফ্লাডলাইটে আগুন রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add