for Add
বাসস : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১:০৬:৪৭
কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে বুধবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জয় পেয়েছে যথাক্রমে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলা ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব ও ফ্লেইম বয়েজ ক্লাব।
প্রথম ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৫৯-৩২ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে, দ্বিতীয় ম্যাচে বাংলা ক্লাব ৪৭-১৩ গোলে সুর্যোদয় ক্রীড়া চক্রকে, তৃতীয় ম্যাচে প্রাইম স্পোর্টিং ক্লাব ৫০-১৮ গোলে জুরাইন জনতা ক্লাবকে এবং চতুর্থ ম্যাচে ফ্লেইম বয়েজ ক্লাব ৫২-৩০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত এ লিগে ৯টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লিগে অংশ নিচ্ছে। গত আসরে ১০টি দল অংশ নিলেও এবার খেলছেনা বর্তমান চ্যাম্পিয়ন কোয়ান্টাম ফাউন্ডেশন। গ্রুপ পর্বের খেলা শেষে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে স্থান নির্ধারণী ম্যাচ। অপরদিকে ৭ নভেম্বর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই গ্রুপের শীর্ষ দল।
প্রথমবারের মতো এবারের টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড় আনার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি দলে সর্বোচ্চ দুইজন বিদেশী খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছেন।
অংশগ্রহণকারী দল
গ্রুপ এ: আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব।
গ্রুপ বি: নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলা ক্লাব, সুর্যোদয় ক্রীড়া চক্র ও মেনজিস ক্রীড়া চক্র।
For add
For add
For add
For add
for Add