for Add

শেষ মুহূর্তের গোলে পিএসজিকে রুখে দিল রেইমস

আর্সেনাল থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার ফোলারিন বালোগানের ৯৬ মিনিটের গোলে রেইমস ১০ জনের পিএসজির সাথে রোববার লিগ ওয়ানে ১-১ গোলে ড্র করেছে।

পার্ক ডি প্রিন্সেসে বিরতির পরপরই নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজি। ওই গোলের পরপর বদলী খেলোয়াড় মার্কো ভেরাত্তি সরাসরি লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও পূর্ণ তিন পয়েন্টের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে বালোগানের গোলে অবশ্য পিএসজির লক্ষ্য পূরণ হয়নি। দূর্দান্ত দক্ষতায় ম্যাচে ফিরে এসে এক পয়েন্ট নিয়ে স্বস্তির সাথে মাঠ ত্যাগ করেছে সফরকারীরা। এ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে থাকলো রেইমস। এর মাধ্যমে বেলজিয়ামে জন্মগ্রহণকারী ইংলিশম্যান ৩০ বছর বয়সী উইল স্টিলের অধীনে রেইমস তাদের অপরাজিত থাকার রেকর্ড ১৪ ম্যাচ পর্যন্ত উন্নীত করেছে। এ নিয়ে এবারের মৌসুমে রেইমস পিএসজির সাথে দুইবার ড্র করেছে। তারকাবহুল পিএসজরি বিরুদ্ধে স্টিলের তরুণ দলটি যে দক্ষতা দেখিয়েছে তাতে তাদের সামর্থ্য অনেকটাই প্রমাণিত হয়েছে।

এ বছর এ নিয়ে চার লিগ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারালো পিএসজি। তারপরও অবশ্য লেন্সের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। দুই সপ্তাহ পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন পিএসজির সামনে মূল চ্যালেঞ্জ।

ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘সার্বিকভাবে আমরা দলের পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নই। এখানে চিন্তিত হবার কিছু নেই। যত দ্রুত সম্ভব জয়ের ধারায় ফিরতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে খেলেও ৯৫ মিনিট শেষে গোল হজম করা পুরো দলের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টা খুবই বিস্ময়কর।’

বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো গাল্টিয়ার মূল একাদশে একসাথে মাঠে নামিয়েছিলেন দলের তিন মূল তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। শুরুতে পিএসজি ৪-২-৪ ফর্মেশনে খেলতে থাকে। আক্রমণভাগে তারকা তিনজনের সাথে রাইট উইংয়ে যোগ দেন কার্লোস সোলার। প্রথমার্ধে মধ্যমাঠে অবশ্য ভেরাত্তির অনুপস্থিতি অনুভূত হয়েছে। এই সুযোগে রেইমস বিপদজনক হয়ে উঠতে থাকে।

বিরতির পর ভেরাত্তি মাঠে নামার সাথে সাথেই এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে নেইমারের গোলে ডেডলক ভাঙ্গে পিএসজি। মৌসুমে এটি নেইমারের ১৭তম গোল। এই গোলের পরপরই বিতর্কিত সিদ্ধান্তে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভিতর মারকুইনহোসের ফাউলে রেইমকে প্রথমে পেনাল্টি উপহার দেয়া হয়। কিন্তু ভিএআর প্রমাণ পেয়েছে এই গোলের ঠিক আগেই ভেরাত্তি বাজেভাবে জুনায়া ইতোকে ফাউল করেছেন। এর ফলে ভেরাত্তিকে লাল কার্ড দেখানো হয়, একইসাথে অফসাইডের কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

এরপর পিএসজি পরপর দুটি গোল থেকে বঞ্চিত হয়। সার্জিও রামোসের হেড বারে লেগে ফেরত আসে, আচরাফ হাকিমির গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার বালোগান পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পরাস্ত করলে ম্যাচে সমতা ফেরায় রেইমস। এবারের মৌসুমে এ নিয়ে ১১তম গোল করলেন বালোগান।-বাসস

সব সংবাদ

ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়তে চান রোনালদো সিরিজ জিতলো বাংলাদেশ দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add