for Add

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পর কাতারে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেসি। আর তাই এবারের ফিফা বর্ষসেরার পুরস্কারটা তার হাতে উঠবে- এমনটা অনুমেয় ছিল। প্যারিসে গতকাল রাতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরাদের পুরস্কৃত করা হয়।

এদিকে নারী বিভাগে বর্ষসেরার পুরস্কার ধরে রেখেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস।

সেরা হবার লড়াইয়ে মেসি পিছনে ফেলেছেন পিএসজি সতীর্থ বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মত ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন মেসি। এর আগে ২০১৬ সালে তিনি বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন।

প্রতি বছর ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজন খেলোয়াড়কে বেছে নেয়া হয়। গত বছরটা বার্সেলোনার সাবেক তারকা মেসির জন্য ছিল ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্যারিয়ারে প্রথমবারের মত তিনি আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। দোহায় অনুষ্ঠিত স্মরণীয় ফাইনালে মেসি দুই গোল করেছিলেন। এমবাপ্পের হ্যাটট্রিক সত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরা হয়ে গোল্ডেন বল ট্রফি জয় করেন মেসি। সর্বোচ্চ আট গোল করে এমবাপ্পে পেয়েছিলেন গোল্ডেন বুট ট্রফি।

বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে মেসি বলেছেন, ‘এই বছরটা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমি আমার স্বপ্নকে স্পর্শ করতে পেয়েছি যার জন্য ক্যারিয়ার জুড়ে কঠোর পরিশ্রম করেছি। দিনের শেষে এই ট্রফিটি হাতে পেয়েছি। আমার ক্যারিয়ারে এর থেকে সুন্দর সময় কখনো আসেনি। এটা সব ফুটবলারেরই স্বপ্ন থাকে। কিন্তু খুব কম খেলোয়াড়ই সেই স্বপ্ন সত্যি করতে পারে।’

গত দুই বছর বর্ষসেরার পুরস্কার পেয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। দুইবারই ৩৫ বছর বয়সী সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি সেরা তিনে ছিলেন।

এদিকে নারী বিভাগে সেরার পুরস্কার ধরে রেখেছেন পুটেলাস। গত বছরের প্রায় অর্ধেকটা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পরেও সেরার তালিকায় কেউ তাকে পিছনে ফেরতে পারেনি। ব্যালন ডি’অর বিজয়ী ২৯ বছর বয়সী পুটেলাস এই তালিকায় পিছনে ফেলেছেন ইংল্যান্ডের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী স্ট্রাইকার বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগানকে।

গত বছর জুলাইয়ে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়া পুটেলাস বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ইনজুরির কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে তার মাঠে নামা হয়নি। এর আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল করেছিলেন। ফাইনালে অবশ্য তার দল লিঁওর কাছে পরাজিত হয়। কিছুদিন আগে পুটেলাস বলেছিলেন ইনজুরি কাটিয়ে এবারের মৌসুমে আবারো মাঠে ফিরতে তিনি আশাবাদী। কিন্তু জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপে স্পেনের হয়ে তার খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

ফিফা বর্ষসেরার তালিকায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলটির আধিপত্য লক্ষ্য করা গেছে। বর্ষসেরা কোচ হিসেবে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোলবার সামলানো মার্টিনেজ পিছনে ফেলেছেন থিবো কোর্তোয়া ও বুনোকে। কোচের ক্যাটাগরিতে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে পিছনে ফেলে সেরা হয়েছে স্কালোনি।

নারী ক্যাটাগরিতে সেরা কোচ নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের ইউরো জয়ী ডাচ কোচ সারিনা উইগম্যান। আর সেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংলিশ গোলরক্ষক ম্যারি এরাপস।

বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জেতেন মার্সিন ওলেক্সি। এই প্রথমবার পেশাদার ফুটবলারের বাইরে শারীরিক প্রতিবন্ধী কোনো ফুটবলারের হাতে উঠলো এই পুরস্কার। স্ক্র্যাচে ভর করে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল করেছিলেন ওলেক্সি। -বাসস

সব সংবাদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয় ওয়ালটন-ডিআরইউ দাবায় মোরসালিনের শিরোপা অক্ষুন্ন ফাইনালের পথে বাংলাদেশ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক বোলিং কোচ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে জিতলো বাংলাদেশ ছয় দেশের সেরা পেশাদার বক্সিং শনিবার শুরু লঙ্কার কাছে সিরিজ হারালো নারী দল পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন মেসি শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি এসি মিলানকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব ১৪ই মে শুরু লিড নিতে চায় বাংলাদেশ বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ইয়োগা কাপে সেরা ভারতের সোমনাথ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add