for Add

সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো স্বাগতিক বাংলাদেশ।

আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৫০ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব। এ ম্যাচে ওয়ানডেতে ৩শ উইকেট পূর্ণ করেন সাকিব। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ।

সাকিব, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করেছিল বাংলাদেশ। সাকিব ৭৫, মুশফিক ৭০ ও শান্ত ৫৩ রান করেন। জবাবে ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

প্রথম দুই ওয়ানডের মত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচেও টস জিতেন স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রানের মধ্যে লিটন দাসকে নিয়ে প্যাভিলিয়নে ফিরেন তামিম।

প্রথম ওভারের পঞ্চম বলে লিটন খালি হাতে ও তৃতীয় ওভারের শেষ বলে তামিমকে ১১ রানে সাজঘরে পাঠান ইংল্যান্ডের পেসার স্যাম কারান।

শুরুতেই চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরাতে সাবধানে এগুতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৭৮ বল খেলে জুটিতে হাফ-সেঞ্চুরি করেন তারা। ২২তম ওভারে বাংলাদেশের রান ১’শতে নেন শান্ত ও মুশফিক। ২৪তম ওভারে ১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করতে ৭০ বল খেলেন শান্ত। এই সিরিজের প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেছিলেন তিনি।

২৫তম ওভারে মুশফিকের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন শান্ত। ৫টি চারে ৭১ বলে ৫৩ রান করেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ১২৮ বলে ৯৮ রানের জুটি গড়েন শান্ত ও মুশফিক।

শান্ত ফেরার ওভারেই ক্যারিয়ারে ৪৩তম অর্ধশতকের দেখা পান মুশফিক। ৬৯ বলে হাফ-সেঞ্চুরির পর সাকিব আল হাসানকে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশি। ৩৩তম ওভারে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের গুগলিতে সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। ৬টি চারে ৯৩ বলে ৭০ রান করেন তিনি।

মুশফিকের বিদায়ে উইকেটে এসে সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে লং-অন দিয়ে ছক্কা মারার এক বল পরই রশিদের শিকার হন তিনি। ৮ রান করেন মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহ ফেরার পর ৫৫ বল খেলে ৫২তম হাফ-সেঞ্চুরি করেন সাকিব। এরপর আফিফ ১৫, মেহেদি হাসান মিরাজ ৫ ও তাইজুল ইসলাম ২ রানে আউট হলেও বাংলাদেশকে আড়াইশ রান এনে দেয়ার পথেই ছিলেন সাকিব। কিন্তু ৪৯তম ওভারের চতুর্থ বলে দলীয় ২৪৬ রানে নবম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বলে আউট হন সাকিব। ৭টি চারে ৭১ বলে ৭৫ রান করেন তিনি। ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমানকে শিকার করে বাংলাদেশকে ২৪৬ রানে গুটিয়ে দেন আর্চার। আর্চার ৩টি, কারান ও রশিদ ২টি করে উইকেট নেন।

২৪৭ রানের টার্গেটে ইংল্যান্ডকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। ৫৩ বলে ৫৪ রান যোগ করেন তারা। নবম ওভারের শেষ বলে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে সল্টকে আউট করে জুটি ভাঙ্গেন সাকিব। ৭টি চারে ২৫ বলে ৩৫ রান করেন সল্ট। পরের ওভারে ডেভিড মালানকে খালি হাতে বিদায় করেন পেসার এবাদত হোসেন। ১১তম ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয়কে বোল্ড করে ইংল্যান্ডকে চাপে ফেলেন সাকিব। ১৯ রান করেন রয়। ৫৫ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা।

চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন জেমস ভিন্স ও কারান। ২৩ রান করা কারানের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। উইকেটে সেট ব্যাটার ভিন্সকে ৩৮ রানে থামিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সাকিব।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১২৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ১৭৪ রানে ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশকে জয়ের পথ সহজ করে দেন তাইজুল ও এবাদত। মঈনকে ২ রানে এবাদত এবং বাটলারকে ২৬ ও রশিদকে ৮ রানে শিকার করেন তাইজুল।

রেহানকে ২ রানে আউট করে ওয়ানডেতে ৩শ উইকেট পূর্ণ করেন সাকিব। শেষ ব্যাটার ওকসকে ৩৪ রানে থামিয়ে ৪১ বল বাকী থাকতে ইংল্যান্ডের ইনিংসে ১৯৬ রানে শেষ করেন মুস্তাফিজুর রহমান। ১০ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন সাকিব। তাইজুল-এবাদত ২টি করে উইকেট নেন। -বাসস

আগামী ৯ মার্চ থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

স্কোর কার্ড
বাংলাদেশ

তামিম ইকবাল ক ভিন্স ব কারান ১১
লিটন দাস ক বাটলার ব কারান ০
নাজমুল হোসেন শান্ত রান আউট (বাটলার/রেহান) ৫৩
মুশফিকুর রহিম বোল্ড ব রশিদ ৭০
সাকিব আল হাসান ক রয় ব আর্চার ৭৫
মাহমুদুল্লাহ বোল্ড ব রশিদ ৮
আফিফ হোসেন ক মঈন ব ওকস ১৫
মেহেদি হাসান মিরাজ ক এন্ড ব রেহান ৫
তাইজুল ইসলাম ক এন্ড ব আর্চার ২
এবাদত হোসেন অপরাজিত ১
মুস্তাফিজুর রহমান এলবিডব্লু ব আর্চার ০
অতিরিক্ত (লে বা-২, ও-৪) ৬
মোট (অলআউট, ৪৮.৫ ওভার) ২৪৬

উইকেট পতন : ১/১ (লিটন), ২/১৭ (তামিম), ৩/১১৫ (শান্ত), ৪/১৫৩ (মুশফিক), ৫/১৬৩ (মাহমুদুল্লাহ), ৬/২১২ (আফিফ), ৭/২১৯ (মিরাজ), ৮/২২৭ (তাইজুল), ৯/২৪৬ (সাকিব), ১০/২৪৬ (মুস্তাফিজ)।

বোলিং : কারান : ৮-১-৫১-২ (ও-৩), ওকস : ৮-০-২৭-১, আর্চার : ৮.৫-১-৩৫-৩ (ও-১),
মঈন : ৯-০-৪৮-০, রেহান : ১০-২-৬২-১, রশিদ : ৫-০-২১-২।

ইংল্যান্ড
জেসন রয় বোল্ড ব সাকিব ১৯
ফিল সল্ট ক মাহমুদুল্লাহ ব সাকিব ৩৫
ডেভিড মালান ক মাহমুদুল্লাহ ব এবাদত ০
জেমস ভিন্স ক মুশফিক ব সাকিব ৩৮
কারান ক লিটন ব মিরাজ ২৩
জশ বাটলার এলবিডব্লু ব তাইজুল ২৬
মঈন বোল্ড ব এবাদত ২
ওকস ক এন্ড ব মুস্তাফিজ ৩৪
রশিদ বোল্ড ব তাইজুল ৮
রেহান ক মিরাজ ব সাকিব ২
আর্চার অপরাজিত ৫
অতিরিক্ত (ও-৪) ৪
মোট (অলআউট, ৪৩.১ ওভার) ১৯৬

উইকেট পতন : ১/৫৪ (সল্ট), ২/৫৫ (মালান), ৩/৫৫ (রয়), ৪/১০৪ (কারান), ৫/১২৭ (ভিন্স), ৬/১৩০ (মঈন), ৭/১৫৮ (বাটলার), ৮/১৭৪ (রশিদ), ৯/১৮২ (রেহান), ১০/১৯৬ (ওকস)।

বোলিং : মুস্তাফিজ : ৬.১-০-২৫-১ (ও-১), তাইজুল : ১০-০-৫২-২, এবাদত : ৯-১-৩৮-২ (ও-২), সাকিব : ১০-০-৩৫-৪, মিরাজ : ৮-০-৪৬-১ (ও-১)।

ফল : বাংলাদেশ ৫০ রানে জয়ী।

ম্যাচসেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ইংল্যান্ড।

সব সংবাদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয় ওয়ালটন-ডিআরইউ দাবায় মোরসালিনের শিরোপা অক্ষুন্ন ফাইনালের পথে বাংলাদেশ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক বোলিং কোচ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে জিতলো বাংলাদেশ ছয় দেশের সেরা পেশাদার বক্সিং শনিবার শুরু লঙ্কার কাছে সিরিজ হারালো নারী দল পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন মেসি শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি এসি মিলানকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব ১৪ই মে শুরু লিড নিতে চায় বাংলাদেশ বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ইয়োগা কাপে সেরা ভারতের সোমনাথ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add