for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ জুন ২০২৩, বুধবার, ৫:১৩:৩৮
জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের ১৬তম আসরে অংশ নিতে আগামী ১২ জুন ভোর ৫টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ স্পেশাল অলিম্পকস দলের ১১২ জন অ্যাথলেট ও কর্মকর্তারা।
বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে ৬ জুন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের আসরের ৯টি ইভেন্টে ১০৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে শুধু ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে নারী দল। বাকি আটটি ইভেন্টে নারী ও পুরুষ দলের বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেট অংশ নিচ্ছে। গেল আসরে ২২টি সোনা, ১০টি রূপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার আরো বেশি পদক জয়ের লক্ষ্যের কথা জানান স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী।
১৭ থেকে ২৫ জুন বার্লিনে হবে এবারের আসর। যেখানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশের ৭ হাজার অ্যাথলেট ২৪টি ইভেন্টে অংশ নিবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকসের ভাইস চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস বাংলাদেশের হেড অব ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন নূর আলম। চেয়ারম্যান ডা. শামীমা মতিন চৌধুরী, জাতীয় পরিচালক ফারুকুল ইসলামসহ স্পেশাল অলিম্পিকস দলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
For add
For add
For add
For add
for Add