for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই ২০২৩, শনিবার, ২১:৩০:৫২
ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩ দাবা টুর্নামেন্টে চেসবিডি.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বিএসপিএ সদস্য আশরাফুর রহমান মুরাদ রানারআপ এবং তৃতীয় হয়েছেন জাহিদ মুনীর।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৩’ এবার ৮টি ডিসিপ্লিনের মোট ১২টি ইভেন্টে বিএসপিএর শতাধিক সদস্য অংশ নিচ্ছেন। ইভেন্টগুলো হচ্ছে ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) ব্রিজ (কল ব্রিজ ও টোয়েন্টি নাইন) ও সাঁতার। সবক’টি খেলাই অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।
প্রতিবারের মতো এবারো স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি থাকছে সেরা দুই রানারআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য থাকছে মেডেল ও অর্থ পুরস্কার।
For add
For add
For add
For add
for Add