for Add

ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা

নিষিদ্ধ ঔষুধ সেবনের দায়ে জুভেন্টাস ও ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে।

গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর পগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে পরীক্ষা করে পগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন শনাক্ত করেছে এনএডিও। সংস্থাটি জানিয়েছে এর মাধ্যমে পগবা এন্টি-ডোপিং আইন ভঙ্গ করেছে।

জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে সতর্কতার অংশ হিসেবে পগবাকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ বিবেচনায় সব ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে জুভেন্টাসের।

পগবার ডোপিং পরীক্ষাটি করা হয়েছে ‘এ’ নমুনার ভিত্তিতে। যদি ‘বি’ নমুনার ফলও পজিটিভ আসে তবে অন্তত চার বছরের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে পগবাকে।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে পগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা বলেছেন তারা দ্বিতীয় নমুনার অপেক্ষায় আছেন। এই ফলাফলের আগে এখনই কোন মন্তব্য করা যাবে না। তবে পগবা কখনোই কোন আইন ভঙ্গ করতে চাননি, এ ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবারো জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। এর আগে ২০১২-১৬ সার পর্যন্ত তুরিনের জায়ান্টদের হয়ে চারটি সিরি-এ ও দুটি ইতালিয়ান কাপ জয় করেছেন। ২০১৫ সালে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের তারকা স্ট্রাইকার ছিলেন পগবা। ২০২২-২৩ মৌসুম অবশ্য ইনজুরির কারণে নিজেকে মেলে ধরতে পারেননি। মাঠ ও মাঠের বাইরে বিতর্ককে সঙ্গী করেই খেলে গেছেন পগবা। ছোটবেলার বন্ধু ও এক ভাইয়ের সাথে বিরট অংঙ্কের অর্থের প্লট নিয়ে জালিয়াতির বিষয়ে পগবাকে জড়িয়ে বিতর্ক কম হয়নি। এ মৌসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেছেন, কাতার বিশ্বকাপেও ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি।

সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে পগবা বলেছেন, ‘গত মৌসুমটা মোটেই ভাল যায়নি। সে কারণেই আবারো ভালভাবে ফুটবলে ফেরার আকাঙ্খা বেড়েছে। যে সমস্ত মানুষ তোমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তাদের কাছ থেকেই তুমি দু:খ বেশি পাবে। শত্রু কোথায় আছে তা সহজেই বের করা যায়। কিন্তু পরিবার ও বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি তোমাকে ধ্বংস করতে চায় তবে সেটা বের করা সত্যিই কঠিন। তোমাকে এ জন্য সবসময় সতর্ক থাকতে হবে।

অর্থ-সম্পদ মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবারকে ভেঙ্গে দেয়।’ অর্থ জালিয়াতির বিষয়টি নিয়ে পগবা দারুণ ভাবে ভেঙ্গে পড়েছিলেন। -বাসস

সব সংবাদ

আত্মঘাতী গোলে বাংলাদেশের হার দিয়ে এশিয়াড শুরু মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক প্রিয় দল জাপানের বিপক্ষে খেলবেন বলে রোমাঞ্চিত সাবিনা শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ সোমবার ভিয়েতনাম যাচ্ছে নারী ফুটবল দল ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক শুক্রবার থেকে জাতীয় টিম ব্রিজ শুরু ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের আত্মবিশ্বাসী টাইগারদের দৃষ্টি জয় দিয়ে সুপার ফোর শুরু স্কুল হ্যান্ডবলে শিরোপা জিতলো সানিডেইল ও ভিকারুননিসা আফগানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকিতে বাংলাদেশ পঞ্চম একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে হার দিয়ে শুরু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে জামাল বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপের পর্দা উঠছে বুধবার শিরোপায় চোখ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় : তাসকিন অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন জামাল ভূঁইয়া এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল সাকিবের রহস্যময় স্ট্যাটাস এশিয়াডে খেলবেন না জামাল, বিকল্প চেয়েছে বাফুফে ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসর নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক এবাদতের পরিবর্তে এশিয়া কাপে সাকিব আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা ক্রিকেটারদের জানা উচিত কখন থামতে হবে : সুজন নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার! বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব মিরপুরের ফ্লাডলাইটে আগুন রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add