for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১৯:৪০:৪৭
ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় ৩৫তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ আগামী শুক্রবার থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার অলিম্পিক ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ চ্যাম্পিয়নশিপের সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাইমুল হাসান। এ সময় ফেডারেশনের সহসভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার, মো. আবদুল কুদ্দুস, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৫-১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এ আসরে সারা দেশ থেকে ১৮টি দলের ১০৮জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিটি দলে থাকছেন ৪-৬ জন খেলোয়াড়।
এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রিজ দল অংশ নিচ্ছে। এই গেমসে অংশগ্রহণকারী চার খেলোয়াড় মোহাম্মদ আসিফুর রহমান চৌধুরী, শাহ জিয়াউল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং এইচএম কামরুজ্জামান জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে এশিয়ান গেমসের প্রস্তুতির মানটাও যাচাই হবে বলে আশা করছেন ফেডারেশন কর্মকর্তারা।
ছবি : কাজী বোরহানউদ্দিন
For add
For add
For add
For add
for Add