for Add

বিশ্বকাপের ঝলমলে উদ্বোধন

205539.3নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেলো আনুষ্ঠানিকতা। ময়দানি লড়াইয়ের আগেই পর্দা উঠে গেলো ১১তম ক্রিকেট বিশ্বকাপের। দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে হয়ে গেলো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

চূড়ান্ত লড়াইয়ের বল মাঠে গড়াতে এখনও একদিন বাকি। ১৪ ফেব্র“য়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়ে যাবে ব্যাট-বলের জমজমাট লড়াই। ঠিক চার বছর আগে এমনিভাবে বাংলাদেশে পর্দা উন্মোচিত হয়েছিল ১০ম বিশ্বকাপের।

মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস। এরপরই শুরু হয় আতশবাজি, নাচ-গান, আর নানা রকম ডিজিটাল অ্যান্ড ক্রিস্টাল ডিসপ্লে। এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির বিশালাকার এক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের লোগোর আদলেই তৈরী করা হয়েছে এই দুরনিয়ন্ত্রিত ব্যাটসম্যানের প্রতিকৃতিটিকে। ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাঁকানোসহ নানা রকম শটই খেলেছে এই ব্যাটসম্যান।

205559.3রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। ছিল অংশগ্রহনকারী প্রতিটি দেশের ওপর আলাদা আলাদা পরিবেশনা। বাংলাদেশের অংশে ছিল ‘চলো বাংলাদেশ’ গানটি নিয়ে কলাকুশলিদের অপূর্ব পরিবেশনা। এরপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির খেলা। মেলবোর্নের আকাশ যেন মুহূর্তেই আলোকিত হয়ে উঠেছিল এ সময়।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল অংশগ্রহণকারী ১৪টি দেশের ক্রিকেটাররা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। প্রতিটি দেশের মার্চ পাস্টে অংশগ্রহণ এবং অধিনায়কদের একসঙ্গে ছবি তোলাও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

205541.3মেলবোর্নেল আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউইরা আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্বকাপের। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ছিল নিউজিল্যান্ডের ইতিহাস-ঐতিহ্যের উপস্থাপনা। কিংবদন্তি সব কিউই ক্রিকেটারদের অংশগ্রহণে একটি বিশেষ ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়। সংগীত পরিবেশন করেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনসহ নানা তারকা শিল্পীরা। সঙ্গে ঝলমলে আতশবাজির খেলা তো ছিলই।

205529.3১৪ ফেব্রুয়ারি উদ্ধোধনী দিনে ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

205533.3

205537.3

205531.3

সব সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে নারী দলের অবিস্মরণীয় জয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ৭ বছর পর ভুটানের ওপরে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫০ রানে জিতলো টাইগাররা ৬ বছর আগে পরাজয়ের প্রতিশোধ নিলো সাবিনারা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ অর্ধযুগ পর বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি নিউজিল্যান্ড সফরে দলে ফিরলেন সৌম্য, শান্ত শান্তর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ সংবর্ধিত হলেন প্রবীণ ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জয়ের আশাবাদী সাবিনা উইলিয়ামসনের সেঞ্চুরি সত্ত্বেও লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী কাবাডি লিগে বিদেশি খেলোয়াড় প্রথম দিন ৩শ’ ছাড়ালো বাংলাদেশ জার্মানির কাছে হেরে আর্জেন্টিনার বিদায় টেস্ট জয়ের মতো আমাদের বোলিং আক্রমণ আছে : শান্ত ব্রাজিলিয়ান মিগুয়েলের ম্যাজিকে বসুন্ধরা কিংসের নাটকীয় জয় ক্রীড়াঙ্গনের যারা পেলেন নৌকার টিকিট অভিজ্ঞতার ঘাটতি দেখছেন হাথুরুসিংহে সবচেয়ে কম বয়সী হিসেবে সিরি-এ লিগে খেলার রেকর্ড একশ টাকায় সিলেট টেস্ট দেখা যাবে বিএসপিএ সম্মাননা পেলেন তিন জন বিআইপি বোর্ড মেম্বার নির্বাচিত হলেন সোহাগ বাংলাদেশ সিরিজের আগে নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের শিকার ব্রাজিল তারকা চার সপ্তাহের বিশ্রামে তাসকিন পরের ম্যাচগুলো নিয়ে কি পরিকল্পনা কাজী সালাউদ্দিনের? চরম উত্তেজনাকর ম্যাচে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার ক্রিকেটে আসছে ‘স্টপ ক্লক’ লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন ভারতকে সান্ত্বনা টেন্ডুলকারের : অস্ট্রেলিয়াকে অভিনন্দন বাবরের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়নের তালিকা রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া কোহলি-রাহুলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২৪০ রান জোড়া গোল দিয়ে নিজের শততম ম্যাচ রাঙালেন মানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া কাল মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল : ভারতীয় দলের ফ্যাক্টফাইল বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া দলের ফ্যাক্টফাইল ভারতকে হারানোর কৌশল খুঁজছে অস্ট্রেলিয়া ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা দ্বিতীয় হারের স্বাদে ব্রাজিল, দিয়াজের গোলে কলম্বিয়ার জয় অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হেরে গেলো বাংলাদেশ রাত পোহালেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি দক্ষিণ আফ্রিকা সফরে নারী দল বিকেএসপির পথে বাফুফের এলিট একাডেমি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্রস্তুতি শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add