for Add

শীর্ষস্থান হারালেন সাকিব

Sakibনিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানের চেয়ে অনেক পেছনে ছিল তিলকারত্নে দিলশান। কিন্তু বিশ্বকাপে একদিকে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং, অন্যদিকে বল হাতেও ব্যাটসম্যানদের জন্য আবির্ভূত হচ্ছেন মুর্তিমান আতঙ্ক হিসেবে। এ কারণেই ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠে এল শ্রীলংকার তিলকারত্নে দিলশান।

সোমবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে তালিকায় সাকিবকে হটিয়ে এক নাম্বারে উঠে এলেন লংকান এই ড্যাশিং অলরাউন্ডার। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ নাম্বারে রয়েছেন দিলশান। ৪ ম্যাচে ইতিমধ্যে তার সংগ্রহ ২২৯ রান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই করেন অপরাজিত ১৬১ রান। এছাড়া তিনটি উইকেটও নিয়েছেন তিনি।

অপরদিকে সাকিব আল হাসান একটি ম্যাচেই যা একটু ভালো ব্যাটিং করেছেন। আউট হয়েছেন ৬৩ রানে। পরের ম্যাচে করেছেন ৪৬। উইকেটের ঝুলিতে রয়েছে মাত্র ২টি। এ কারণেই র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়েন সাকিব।

৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার আগে দিলশান। আর ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব।

এদিকে ওয়ানডের সেরা ব্যাটসম্যান হিসেবে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তারপরেই আছেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

এ ছাড়া এই ফরম্যাটের বোলিং র‌্যাংকিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের সাইদ আজমল। আর দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। অথচ অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এবারের বিশ্বকাপেই নেই এই দুই বিশ্বসেরা বোলার।

সব সংবাদ

ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add