for Add

টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড

209111নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ। বিশেষ করে গ্র“প পর্ব থেকে নিউজিল্যান্ড যেভাবে উড়ছিল, তাতে তাদেরকে সম্ভাব্য চ্যাম্পিয়ন অনেকেই বলতে শুরু করেছে। তবে তার আগে সেমিতে ওঠার পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলো নিউজিল্যান্ড।

ওয়েলিংটনের শুরু হওয়া শেষ চারের লড়াইয়ে শুরুতে জয় হলো স্বাগতিকদেরই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

তবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ২৭ রানের মাথায় জেরোমে টেলরের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরেন জ্যাসন হোল্ডার।

এরপর কেনে উইলিয়ামসন আর মার্টিন গাপটিল মিলে গড়েন ৬২ রানের জুটি। শেষ পর্যন্ত এই জুটি ভেঙ্গে দিলেন আন্দ্রে রাসেল। ১৬তম ওভারের শেষ বলে স্লোয়ার দিলেন রাসেল। তাতেই শর্ট কভারে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। ৮৯ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।

এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ২২.১ ওভারে ২ উইকেটে ১২৩ রান। ৬৩ রান নিয়ে গাপটিল এবং ১১ রানে উইকেটে ছিলেন রস টেলর।

209113.3কিউইদের বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়দের সবচেয়ে বড় স্তস্তি হলো দলের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে ফিরে পাওয়া। পিঠের ইনজুরির কারণে সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি কিউইদের বিপক্ষে এই ম্যাচেও তাকে নিয়ে ছিল সংশয়। শুধু গেইলই নন, ক্যারিবীয় দলে তার সঙ্গে ফিরেছেন স্পিনার সুলেমান বেনও। বাদ দেওয়া হয়েছে পেসার কেমার রোচকে।

এছাড়া নিউজিল্যান্ড দলে আনা হয়েছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে আগের ম্যাচ খেলতে না পারা অ্যাডাম মিলনে ফিরেছেন দলে। বাদ দেওয়া হয়েছে স্টুয়ার্ট ম্যাকক্লেগানকে।

নিউজিল্যান্ড: ম্যাককালাম, গাপটিল, উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরে এন্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, জনসন চার্লস, ল্যান্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, জোনাথন কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার, জেরোমে টেলর, সুলেমান বেন।

সব সংবাদ

ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাকিব এম বি সাইফের মাতা আর নেই আইসিসির মাস সেরার দৌঁড়ে বাংলাদেশের শান্ত অসুস্থ মহসিনের পাশে কাজী সালাউদ্দিন স্পেশাল অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশ ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add