for Add

প্রীতি ম্যাচের রাত, নামছে মেসিরাও

messiনিজস্ব প্রতিবেদক: ইউরোপে আজ রাতে বসছে প্রীতি ম্যাচের আসর। অন্ততঃ ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইউরোপ এবং আমেরিকায়। তবে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোম এবং আমস্টারাডামে।

রোমে ইংল্যান্ডকে স্বাগত জানাতে প্রস্তুত ইতালি। সাবেক দুই বিশ্বসেরার সাম্প্রতিক ফর্ম খুব বেশি ভালো না হলেও সমান সমান। সুতরাং, প্রীতি হলেও এই ম্যাচ যে বারুদ ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। দু’দলের পুরনো লড়াইগুলোই এই বারুদ ছড়িয়ে দিতে খুব সহযোগিতা করবে, সন্দেহ নেই।

অপরদিকে আরেকটি বারুদের ম্যাচ অনুষ্ঠিত হবে আমস্টারডামে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং দু’বার রানারআপ নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে এই ম্যাচে। দু’দলের সাম্প্রতিক শত্রুতা এই ম্যাচে যে উত্তেজনা ছড়াবে তাতে কোন সন্দেহ নেই। ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারেরমত শিরোপা জিতেছিল স্পেন। সেই স্পেনকে আবার গত বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৫-১ গোলে হারিয়েছিল ডাচরা। সুতরাং স্পেনের সামনে এটি আজ প্রতিশোধের ম্যাচ, সন্দেহ নেই।

Iniestaমাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের মুখোমুখি কেপভার্দের। সুইজারল্যান্ড মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের। প্রতিবেশী কাজাখস্তানের মুখোমুখি রাশিয়া, ইরান খেলবে সুইডেনের বিপক্ষে, স্লোভাকিয়া খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে।

তবে রাত শেষে ভোরের দিকে দর্শকরা বুঁদ হতে পারবেন বিশ্বসেরা ফুটবলার মেসি। তার দেশ আর্জেন্টিনা আগামীকাল ভোর ৬টায় ওয়াশিংটনে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টাইনরা।

সব সংবাদ

ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়তে চান রোনালদো সিরিজ জিতলো বাংলাদেশ দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add