for Add

দুরন্ত জয়ে কেকেআরের শুভ সূচনা

মুম্বাই: ১৬৮/৩, ২০ ওভার (রোহিত ৯৮, মরকেল ২-১৮)। কলকাতা: ১৭০/৩, ১৮.৩ ওভার (গম্ভীর ৫৭, সুরাইয়া কুমার ৪৬*)। ফল: ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ী নাইটরাইডার্স

210177নিজস্ব প্রতিবেদক: ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দুরন্ত সূচনা করলো সাকিব আল হাসানের দল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল এইটে নাইটদের শুভসূচনা এর থেকে আর কিই বা হতে পারত! মুম্বাইয়ের রঞ্জি দলের অন্যতম সদস্য তথা সাবেক মুম্বই ইন্ডিয়ান্স সুরাইয়াকুমার যাদবের ব্যাটেই জয়গাঁথা রচনা করল নাইটব্রিগেড।

রান তাড়া করে সুরাইয়াকুমারের ২০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিল কলকাতা। পাঁচটি ছক্কা এবং একটি বাউন্ডারি। স্ট্রাইকরেট ২৩০। রান তাড়া করতে গিয়ে একবারের জন্যও সমস্যায় পড়তে হয়নি নাইটদের। ইডেনের স্লো-উইকেটে ১৬৯ রান তাড়াা করা খুব একটা সহজ ছিল না। তার পর শুরুতেই রবিন উথাপ্পার উইকেট হারানোর পর।

গত আইপিএল ফাইনালে মানীষ পাণ্ডে যেখানে শেষ করেছিলেন বুধবার সেখান থেকেই যেন শুরু করলেন। ২৪ বলে তিনটি ছয় ও দু’টি চারের সাহায্যে ৪০ রান করে হরভজন সিংয়ের বলে ডাগ-আউটে ফেলেন পাণ্ডে।

আবার প্রথম ম্যাচেই রানের মুখ দেখলেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ]দ্বিতীয় ওভারে বিনয় কুমারারের ডেলিভারি কভার ড্রাইভ করতে গিয়ে ব্যাট দু’টুকরো হয়ে যায় গম্ভীরের ব্যাট। নতুন ব্যাট নিয়ে মুম্বাই স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ চালান নাইট দলনেতা। দ্বিতীয় উইকেটে গম্ভীর-পাণ্ডের ৮৫ রানের জুটি কেকেআরের জয়ের ভিত তৈরি করে দেয়।

পরে সুরাইয়াকুমারে ব্যাট নাইটদের জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বল হাতে চার ওভারে ১৮ রান খরচ করে মুম্বাইয়ের দুই উইকেট নিয়ে মরনে মরকেল ম্যাচের সেরা হন।

210191বুধবার টস জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক গম্ভীর। শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে মুম্বাই। এরপর তাদের ইনিংস টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোরি অ্যান্ডারসন জুটি। সপ্তম ওভারে মাত্র ৩৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১৩১ রান যোগ করেন রোহিত ও অ্যান্ডারসন।

সেঞ্চুরি থেকে মাত্র দু’রান দূরে থেমে যেতে হল রোহিতকে। ৬৫ বলে ১২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৯৮ রানে অপরাজিত থাকেন রোহিত। আর ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যান্ডারসন।

সব সংবাদ

ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাকিব এম বি সাইফের মাতা আর নেই আইসিসির মাস সেরার দৌঁড়ে বাংলাদেশের শান্ত অসুস্থ মহসিনের পাশে কাজী সালাউদ্দিন স্পেশাল অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশ ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add