for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০১৬, রবিবার, ১৫:১০:১১
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল৷ গতকাল (শনিবার) ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে দিল আর্সেন ওয়েঙ্গারের দল৷ কার্জোলা, স্যাঞ্চেজ ও মেসুত ওজিল গোল করেন আর্সেনালের। এদিন শুরু থেকেই ছন্দে ছিল আর্সেনাল৷ ৯ মিনিটে কার্জোলা গোল করে আর্সেনালকে এগিয়ে দেন৷ এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ওয়েঙ্গারের ছেলেরা৷ ৪০ মিনিটে স্যাঞ্চেজ গোল করে আর্সেনালকে ফের এগিয়ে দেন৷ বিরতির শেষ বাঁশি বাজার আগে ওজিল গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন৷ বিরতির সময় আর্সেনাল তিন গোলে এগিয়ে ছিল৷ বিরতির পরে অবশ্য ওয়াটফোর্ডকে ধাক্কা দেয় আর পেরেরা৷ আর পেরেরা গোলে ওয়াটফোর্ডের ব্যবধান কমায়৷
For add
For add
For add
For add
for Add