for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০১৬, রবিবার, ১৫:৫৯:০৭
১২৭ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে মিরপুর টেস্টে জয় দেখছে বাংলাদেশ। ২৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে এখন কোন ঠাসা ইংল্যান্ড।
বিনা উইকেটে ১০০ রান নিয়ে চা রিবতীতে যাওয়া ইংল্যান্ড ফিরে এসে বেশ বিপকেই পড়েছে। মেহেদী হাসান মিরাজের একের পর এক আঘাতে নাস্তানা-বুদ সফরকারী ব্যাটসম্যানরা। দিনের তৃতীয় সেশনে ২৭ রান যোগ করতেই হারিয়েছে ৫ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যে ৪ উইকেট পেয়েছেন মিরাজ।
চা বিরতীর পর খেলা শুরু হতেই বাংলাদেশকে উল্লাসে মাতান মেহেদী হাসান মিরাজ। তুলে নেন ডাকেটের উইকেট। ৫৬ রান করে যিনি ক্রমশও বিপদ জনক হয়ে ওঠছিলেন।
ডাকেট ফিরে যাওয়ার পর টাইগার সমর্থকদের আনন্দের রেশ কাটতে না কাটতেই জো রুটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। মাত্র ১ রান করে ফিরেন রুট।
এরপর আবারও মিরাজ জাদু। এক ওভারেই ফিরিয়েছেন ব্যালান্স ও মইন আলীকে। দুইবার রিভিউ নিয়েও বেঁচে যাওয়া অ্যালিস্টার কুকও ফিরে গেছেন ৫৯ রান করে। মুমিনুলের হাতে তাকে ক্যাচে পরিণত করেন মিরাজ।
For add
For add
For add
For add
for Add