for Add

‘লাইভ টক শো’ চালু করলো দেশের প্রথম অনলাইন ক্রীড়া দৈনিক

খেলার সব খবর সবার আগে পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা দেশের প্রথম অনলাইন ক্রীড়া দৈনিক ‘দ্য ডেইলি স্পোর্টস’ লাইভ টক শো অনুষ্ঠান চালু করেছে। আজ ২৬ জুলাই ২০২০ থেকে ডেইলি স্পোর্টস নিয়মিতভাবে খেলাধুলার বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে আয়োজন করবে ‘ডেইলি স্পোর্টস টক শো’।

প্রথম দিনে দেশের শীর্ষ অনলাইন ক্রীড়া দৈনিকটি টক শো আয়োজন করেছিল ‘কোন পথে ঘরোয়া হকি’ এই শিরোনামে। অনুষ্ঠানে আলোচক ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার, বাংলাদেশ হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স এবং জাতীয় দলের হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। টক শো সঞ্চালন করেছেন ডেইলি স্পোর্টস এর ভারপ্রাপ্ত সম্পাদক মোরসালিন আহমেদ।

প্রায় ৫০ মিনিটের এ টক শো’র আলোচনায় উঠে এসেছে দেশের হকি সর্বশেষ অবস্থা। করোনাকালে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, সংগঠকদের অবস্থা এবং করোনা পরবর্তীতে কিভাবে হকি মাঠে ফেরানো যায় সে সব বিষয় নিয়েও আলোচনা করেছেন সবাই।

গঠণমূলক আলোচনার মাধ্যমে হকি সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা আগামীতে খেলা শুরুর নানা দিক নির্দেশনা দিয়েছেন। ফেসবুক লাইভে অনেক হকি ভক্ত নানা প্রশ্ন করেছেন আলোচকদের কাছে। প্রত্যেকেই লিগ শুরুর ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। দেশ ও দেশের বাইরে থেকে অনেক দর্শক হকির প্রিমিয়ার লিগ কবে শুরু হবে সে বিষয়ে আলোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

for Add