for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ নভেম্বর ২০২০, সোমবার, ২৩:৫৬:৫৩
ফিদে ওয়ার্ল্ড ডিসএবিলিটিস চেস অলিম্পিয়াডে বাংলাদেশ আজ ২৩ নভেম্বর তৃতীয় রাউন্ডে ১-৩ পয়েন্টে ইউক্রেনের কাছে হেরে গেছে।
টরনেলো.কম অনলাইন প্লাটফর্মে এদিন বাংলাদেশের বাপ্পী সরকার ইউক্রেনের সোভিয়েভা কাটারায়নাকে পরাজিত করেন।
তবে মো. খোরশেদ আলম আন্তর্জাতিকমাস্টার ইয়ারমনভ ইগরের কাছে, সৈয়দ এজাজ হোসেন ফিদেমাস্টার মুখা নিকোলের কাছে ও মারুফা আজাদ সুকন্যা সোভেটোভ ওলেকসান্ডার কাছে হেরে যান।
উল্লেখ্য লাল-সবুজের দল তিন রাউন্ডের মধ্যে ২টি হেরেছে এবং একটি জিতেছ। এর ফলে তাদের সংগৃহিত হয়েছে ২ পয়েন্ট।
আগামীকাল ২৪ নভেম্বর রাত ৮টায় বাংলাদেশ চতুর্থ রাউন্ডে মোকাবিলা করবে।
For add
For add
For add
For add
for Add