for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ২৩:৫০:১১
কাতার ৫ : ০ বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে স্বাগতিক কাতার সহজ জয় পেয়েছে। আজ শুক্রবার রাতে তারা ৫-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। কাতারের আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
শক্তিশালী কাতারের বিপক্ষে বাংলাদেশ রক্ষণাত্মক কৌশলে খেলেও বড় পরাজয় এড়াতে পারেনি। কাতারের আক্রমণে শুরু থেকেই লাল-সবুজের দল দিশেহারা হয়ে পড়ে।
মাঠে বল গড়ানোর মাত্র ৯ মিনিটের মধ্যেই স্বাগতিক কাতার গোলের মুখ দেখে। আব্দুল্লাজিজ হাকিমের গোলে (১-০) এগিয়ে যায়।
এর পর ৩৩ মিনিটে আক্রাম আফিফের গোলে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকরা ব্যবধানে (২-০) দ্বিগুণ করে।
প্রথমার্ধে কাতার অন্তত ৫ গোলে এগিয়ে থাকতে পারতো। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুটি নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছেন। আরেকটি সম্ভাব্য গোল পোস্টে লেগে ফিরে যায়।
দ্বিতীয়ার্ধেও কাতার একচেটিয়ে আধিপত্যে বিস্তার করে খেলেছে। ৭২ মিনিটে আলময়েজ আলী পেনাল্টি থেকে গোল করে দলকে (৩-০) বড় জয়ের পথ দেখান।
এর পর ৭৮ মিনিটে আলময়েজ আলী নিজের দ্বিতীয় গোল করেন। এ ফলে কাতার এক হালি গোলে (৪-০) এগিয়ে যায়।
এমন কী কাতার ইনজুরি সময়ের থেকেও গোল আদায় করে নেয়। আকরাম আফিফ নিজের দ্বিতীয় গোল করলে কাতার (৫-০) বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
ঢাকায় ২-০ গোলে কাতার জয় পেলেও ঘরের মাঠে তারা ৫-০ গোলের জয় তুলে নেয়। এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ১৬ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে।
For add
For add
For add
For add
for Add