for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ২২:০৬:২১
ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল দাবা প্রতিযোগিতায় দৈনিক জাগরণ পত্রিকার স্পোর্টস এডিটর মাহাবুব আলম খান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
এর আগে গত নভেম্বরে তিনি ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল দাবায় রানারআপ হয়েছিলেন।
এদিকে এ প্রতিযোগিতায় ডেইলি স্টারের রামিন তালুকদার রানারআপ এবং ঢাকা ট্রিবিউনের বিএম ফজলে রাব্বি মুন তৃতীয় স্থান লাভ করেন।
আজ রোববার বিএসজেএ কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিএসজেএ সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add