for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম

ওমান ও দুবাই হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে তামিমের চেয়ে নিয়মিত খেলা খেলোয়াড়রাই দলে থাকার যোগ্য বলে মনে করেন তামিম।

এ বছর বাংলাদেশের চারটি টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তামিম। এ বছরের মার্চে বিদেশের মাটিতে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তামিম। আজ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তার জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকার, নাইম শেখ ও লিটন দাসকে খেলায় বাংলাদেশ। নিয়মিত এই ফরম্যাটে খেলা তরুণ খেলোয়াড় শেখ মাহেদি হাসানও ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তামিম জানান, তার বদলে অন্য যারা খেলেছে তাদের জায়গা নেয়া অন্যায় হবে।

বুধবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি ম্যাচে খেলিনি, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলেছে আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নেয়া ফেয়ার ফেয়ার মনে করিনা।’ তিনি আরও জানান, জনসম্মুখে জানানোর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে কথা বলেছেন তিনি।

তামিম বলেন, ‘আমার সিদ্ধান্ত জানাতে কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। আমি তাদের বলেছি, আমি মনে করি না আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত এবং আমি বিশ্বকাপ দলে থাকছি না। আমিই এই সিদ্বান্ত নিয়েছি এবং আমি এই সিদ্বান্তে অনড় থাকবো।’

একই সাথে তামিম নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তিনি। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তামিম। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি। এই ফরম্যাটের অধিনায়ক তামিম। তবে পরবর্তীতে হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি ।

তামিম বলেন, ‘আমি অবসর নিচ্ছি না। এটা ঠিক যে আমি এই বিশ্বকাপে থাকছি না।’ কিছু দিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, তামিম যখন নিজে উপলব্ধি করবেন, তখনই তাকে দলে নেয়া হবে। কিন্তু এরপর সমালোচকরা যুক্তি নিয়ে জানান, যে কোন খেলোয়াড়কে দীর্ঘ সময় কোন ম্যাচ না খেলে কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু তামিম জানান, সিদ্ধান্তটি শুধুমাত্র দলের উন্নতির জন্যই নেয়া, সমালোচকদের কথার জন্য নয়।

তামিম বলেন, ‘আমি মনে করি গেম-প্ল্যান সবচেয়ে বড় কারণ, কারণ আমি এই ফরম্যাটে দীর্ঘ সময় ধরে খেলছি না এবং দ্বিতীয় (হাঁটু) ইনজুরি। তবে এটাকে আমি বড় কোন সমস্যা মনে করছিনা, কেননা বিশ্বকাপের আগে আমি ফিট হবো।’

সব সংবাদ

বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add