for Add

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে নতুন মাইলফলক আয়ারল্যান্ডের

এক সময়ের পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই বিশ্বকাপেই দুটি করে শিরোপা তাদের। অন্যদিকে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আয়ারল্যান্ড। সে দলটি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জিতে ফিরেছে। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে জয় নিয়ে ফিরে নতুন মাইলফলক গড়ল আইরিশরা।

কিংস্টোনের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতল দলটি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ৩১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আইরিশরা।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজে এবার হেরেই সিরিজ শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ২৪ রানে জিতে যায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় দলটি। সে ধারায় এবার জিতে নিল সিরিজও। ওয়ানডে তো বটেই, যে কোনো সংস্করণে অ্যাওয়ে ম্যাচে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটা তাদের প্রথম সিরিজ জয়।

ঘরের মাঠে এদিন আইরিশদের বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি ক্যারিবিয়ানরা। অথচ টস হেরে ব্যাট করতে নেমে শেই হোপ ও জাস্টিন গ্রিভসের ওপেনিং জুটিতেই তোলে ৭২ রান। এরপর অ্যান্ডি ম্যাকব্রায়ান ও ক্রেইগ ইয়ংয়ের তোপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৯ রানে ৭ উইকেট হারায় দলটি।

এরপর অষ্টম উইকেটে আকিল হোসেনকে ৬৩ রানের জুটি গড়েন জেসন হোল্ডার। তাতে কোনোমতে দুইশ পার করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন হোপ। ৩৯ বলে ৯টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটার। হোল্ডারের ব্যাট থেকে আসে ৪৪ রান।

আইরিশদের পক্ষে ২৮ রানের খরচায় ৪টি উইকেট পান ম্যাকব্রায়ান। ৪৩ রানের বিনিময়ে ৩টি শিকার ইয়ংয়ের।

লক্ষ্য তাড়ায় শুরুতেই খালি হাতে ফিরে যান উইলিয়াম পটারফিল্ড। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক পল স্টার্লিংয়ের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন ম্যাকব্রায়ান। এরপর হ্যারি টেকটরের সঙ্গে ৭৭ রানের আরও একটি জুটি গড়েন এ অলরাউন্ডার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি।

এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ততোক্ষণে লক্ষ্য ছোট হয়ে যাওয়ায় সমস্যা হয়নি। দলের পক্ষে ৫৯ রান করেন ম্যাকব্রায়ান। ১০০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন। টেকটরের ব্যাট থেকে আসে ৫২ রান। ৭৬ বলে ৩টি চারে এ রান করেন তিনি। এছাড়া স্টার্লিংয়ের ব্যাট থেকে সে ৪৪ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৪ রানের খরচায় ৩টি উইকেট নেন রোস্টন চেইজ। ৫৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পান আকিল হোসেনও।

Tags: ,

সব সংবাদ

জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান ৪ হাজার রানে ক্লাবে মোমিনুল দেড় মাস পর ফের ফেডারেশন কাপ শুরু অলিম্পিকে রাশিয়া-বেলারুশ অ্যাথলেটদের অভ্যর্থনা জানাবে না প্যারিস নাসরিন একাডেমির ‘রহস্যঘেরা’ চমক যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান মোহামেডান-আবাহনী উত্তেজনাকর ম্যাচ ড্র ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই সাকিবে উজ্জীবিত বাংলাদেশ > লক্ষ্য সিরিজে সমতা খারাপ সময়ে শ্বশুর আফ্রিদিকে পাশে পেলেন শাহিন যখন পারবো না তখন অবসরে যাব : মেসি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ শেষ মুহূর্তে স্পেনের জয় ছিনিয়ে নিলো ব্রাজিল শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হার পেলে থেকে এনড্রিক, ব্রাজিলের দুর্দান্ত ৫ কিশোর বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু ক্রীড়া মন্ত্রীর সাথে সিআরপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা সাবিনাদের মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাফুফের চিঠি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add