for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৬:২৭:৪৭
থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্বের মিশন শেষে বাংলাদেশ জাতীয় দল এখন ইন্দোনেশিয়ায়। ব্যাংকক থেকে লাল-সবুজের দল সোমবার সন্ধ্যায় এয়ার এশিয়া যোগে মালয়েশিয়া হয়ে মধ্যরাতে জাকার্তায় পৌঁছেছে।
আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করতেই ব্যাংকক থেকে বাংলাদেশ দেশে না ফেলে জাকার্তায় এসেছে।
৮ জাতির এ টুর্নামেন্টকে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া। জাকার্তায় এশিয়া কাপে জাতীয় দলের নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান।
বাংলাদেশ এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ফাইনালে ওমানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে জাকার্তায় গ্রুপ পর্ব উতরানোই কঠিন।
ফিকচার অনুযায়ী বাংলাদেশ ২৩ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, ২৪ মে ওমানের সঙ্গে এবং ২৬ মে মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করবে।
গ্রুপ পর্বে অন্তত একটি ম্যাচ জয়ের আশা করছে বাংলাদেশ। সেই প্রত্যাশিত দলটি হচ্ছে ওমানের সঙ্গে। কিন্তু মধ্যপ্রাচ্যের ওই দলটিকে শেষ পর্যন্ত হারাতে পারে কিনা দেখার বিষয়।
বাংলাদেশ স্কোয়াড : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।
For add
For add
For add
For add
for Add